প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’ ।
DNA এর মূল মজ্জাকে সুবিন্যাস্ত করাকে বলে – জিন থেরাপি ।
DNA এর অর্থ ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড ।
জিনতত্ত্বের জনক – ভাইজম্যান ।
হিমোফিলিয়া একটি – বংশগত রোগ
হারের মধ্যে পানি থাকে – ৪০-৪৫ % ।
অন্ত্র দুই প্রকার – ১) ক্ষুদ্রান্ত ও ২) বৃহদান্ত ।
জীবিত কোষের মধ্যে তৈরী হয় – এনজাইম ।
এনজাইম কাজ করে মূলত – অনুঘটক হিসাবে ।
রক্ত এক প্রকার – যোজক কলা ।
রক্ত দুই প্রকার উপাদান দিয়ে গঠিত – ১) রক্ত রস ও ২) রক্ত কনিকা ।
পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে – ৭২ বার ।
রেচন অঙ্গগুলি হলো – ত্বক, ফুসফুস, যকৃত ও বৃক্ক ।
প্রধান রেচন অঙ্গ – বৃক্ক (প্রায় ৭৫% নিষ্কাষন করে)।
বৃক্ক দেখতে অনেকটা – সীমের বীজের মতো ।
পিটুইটারি গ্রন্থকে বলে – রাজ গ্রন্থি ।
পুংজনন গ্রন্থিতে পাওয়া যায় – টেস্টোসটেরন ।
স্ত্রীজনন গ্রন্থিতে পাওয়া যায় – ইস্ট্রোজেন ।
ত্বক তিনটি স্তর দিয়ে গঠিত – ১)বহি:ত্বক, ২) ডার্মিস ও ৩) হাইপোডার্মিস ।
কঙ্কালতন্ত্রের রোগ – রিকেটস, গেঁটে বাত ।
পরিপাক তন্ত্রের রোগ – আমাশয়, গ্যাস্টাইটিস ।
রক্ত সংবহন তন্ত্রের রোগ – রক্তচাপ, হার্ট এ্যাটাক, স্ট্রোক, বাতজ্বর, রক্ত শুন্যতা ।
শ্বসন তন্ত্রের রোগ – নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস ।
দীর্ঘজীবী প্রাণী – নীল তিমি (প্রায় ৫০০ বছর) ।
সবচেয়ে বড় স্থলচর প্রাণী – আফ্রিকার হাতি ।
সবচেয়ে বড় জলচর প্রাণী – নীল তিমি ।
সবচেয়ে বড় সরীসৃপ – কুমির ।
সবচেয়ে দ্রুততম পশু – চিতাবাঘ (ঘন্টায় ৪৫ মাইল) ।
সবচেয়ে দ্রুততম পাখি – সুইফ্ট (ঘন্টায় ২০০ মাইল) ।
আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ট – ১৩ টি ।
মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৪ টি ।
হাঙ্গরের হৃদপিন্ডের প্রকোষ্ট – ৩ টি ।
তেলাপোকার রক্তের রং – বর্ণহীন ।
মাছ পানিতে ভাসা নিয়ন্ত্রণ করে – দেহের ভেতরের বায়ু থলির বাতাস কমিয়ে বাড়িয়ে ।
সবচেয়ে লম্বা ও ভারী সাপ – আনাকোন্ডা ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline