
৯-কর্ডাটা (Chordata)
স্বভাব ও বাসস্থান : এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে।
জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচরজীবনযাপন করে। কর্ডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে।
সাধারণ বৈশিষ্ট্য
(১) নটোকর্ড হলো একটা নরম নমনীয়, দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বের কোনো কোনো প্রজাতির প্রাণীরসারা জীবন অথবা ভ্রুণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে।
(২) পৃষ্ঠদেশে একক, ফাঁপা মেরুরজ্জু থাকে।
(৩) সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।
উদাহরণ : মানুষ, কুনোব্যাঙ, রুই মাছ।
কর্ডাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা যায়। যথা-
ক. ইউরোকর্ডাটা (Urochordata)
সাধারণ বৈশিষ্ট্য
১. প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা মেরুরজ্জু থাকে।
২. এদের লেজে নটোকর্ড থাকে।
উদাহরণ : অ্যাসিডিয়া।
খ. সেফালোকর্ডাটা (Cephalochordata)
১. নটোকর্ড এদের দেহের সম্মুখভাগে অবস্থান করে।
২. সারাজীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ করা যায়।
উদাহরণ : ব্রাঙ্কিওস্টোমা
গ. ভার্টিব্রাটা (Vertebrata)
এই উপ-পর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের ৭টি শ্রেণিতেভাগ করা হয়েছে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।