
গৌড় বংশঃ
- প্রথম ও শ্রেষ্ঠ রাজা- শশাঙ্ক
- গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা – শশাঙ্ক
- শশাঙ্কের উপাধি – মহাসামন্ত, রাজাধিরাজ
- শশাঙ্কের রাজধানী- কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
- নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন- রাজা হর্ষবর্ধন
- হর্ষবর্ধনের সভাকবি- বাণভট্ট
পাল বংশঃ
পালবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা পাল সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়; বিশেষত শেষ রাজাদের সময়ে)
প্রথম গোপাল> ধর্মপাল> দেবপাল> মহেন্দ্রপাল*> নারায়ণপাল> রাজপাল> দ্বিতীয় গোপাল> দ্বিতীয় বিগ্রহপাল> প্রথম মহীপাল> ন্যায়পাল> তৃতীয় বিগ্রহপাল> দ্বিতীয় মহীপাল> দ্বিতীয় সূরপাল> রামপাল> কুমারপাল> তৃতীয় গোপাল> মনদপাল> গোবিন্দপাল
*মহেন্দ্রপালের অন্য দুটি নাম- প্রথম সূরপাল ও প্রথম বিগ্রহপাল
- প্রতিষ্ঠাতা- গোপাল
- শ্রেষ্ঠ রাজা- ধর্মপাল
- পাল বংশের রাজারা রাজত্ব করেন- ৪০০ বছর
- সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল
- সোমপুর বিহার- নওগাঁ জেলার পাহাড়পুর
- বাংলায় পাল বংশের শেষ রাজা- রামপাল
সেন বংশঃ
সেনবংশের রাজাদের ক্রম (লক্ষ্মণ সেনের শাসনামলের শেষদিকে ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বক্তিয়ার খিলজীর কাছে পরাজিত হয়ে সেন সাম্রাজ্য বাংলার শাসনাধিকার হারায়; বিশ্বরূপ সেন ও কেশব সেন কেউ-ই বাংলা শাসন করেননি)
হেমন্ত সেন; বিজয় সেন; বল্লাল সেন; লক্ষ্মণ সেন; বিশ্বরূপ সেন; কেশব সেন
- প্রতিষ্ঠাতা- হেমন্ত সেন
- শেষ্ঠ রাজা/সম্রাট- বিজয়সেন
- বিজয় সেনের উপাধি- গৌড়েশ্বর
- বল্লাল সেনের রচনা – দানসাগর, অদ্ভূত সাগর
- সেন বংশের শেষ রাজা – লক্ষণ সেন
- বাংলার শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
- লক্ষণ সেনের উপাধি- পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ
- বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন- ১২০৪ খ্রিস্টাব্দে
বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানীঃ
- মৌর্য বংশ – গৌড়
- গুপ্ত বংশ – গৌড়
- গৌড় (শশাঙ্ক) – কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
- মৌর্যযুগ – পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়)
- চন্দ্রগুপ্ত মৌর্য – পাটলিপুত্র
- ঈশা খাঁ – সোনারগাঁও
- পুণ্ড্র জনপদ – পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়)
- লক্ষণ সেন – নদীয়া বা নবদ্বীপ
- গুপ্ত রাজবংশ – বিদিশা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।