
গুপ্ত সাম্রাজ্যঃ
গুপ্তবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)
শ্রীগুপ্ত; ঘটোৎকচ; প্রথম চন্দ্রগুপ্ত; নিশামুসগুপ্ত; সমুদ্রগুপ্ত; রামগুপ্ত; দ্বিতীয় চন্দ্রগুপ্ত; প্রথম কুমারগুপ্ত; স্কন্ধগুপ্ত; পুরুগুপ্ত; দ্বিতীয় কুমারগুপ্ত; বুদ্ধগুপ্ত; নরসিংহগুপ্ত বালাদিত্য; তৃতীয় কুমারগুপ্ত; বিষ্ণুগুপ্ত; বৈন্যগুপ্ত; ভানুগুপ্ত
[গুপ্ত বংশের পতনের পর বাংলায় এক অরাকজ অবস্থার উদ্ভব হয় । সে সময়ে কোন শক্তিশালী কেন্দ্রীয় শাসন না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলে অনেকগুলো স্থানীয় শাসনকর্তার উদ্ভব হয় এবং তারা তাদের ইচ্ছেমত শাসন করতে থাকে । এই নেতৃত্বহীন অরাজক সময়টাকে ইতিহাসে ‘মাৎসান্যায়বলে অভিহিত করা হয়েছে । এ অরাজক অবস্থার অবসান হয় বাংলার প্রথম স্বাধীন সম্রাট শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসলে । ধারণা করা হয়, তিনি বাঙালি বা স্থানীয় ছিলেন । সেই হিসেবে মুক্তিযুদ্ধের আগে শশাঙ্কই বাংলার সর্বশেষ বাঙালি অধিপতি ।]
- প্রতিষ্ঠাতা – শ্রীগুপ্ত (শ্রীগুপ্ত না থাকলে উত্তর দিতে হবে চন্দ্রগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত)
- গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় ৩২০ খ্রিঃ পূর্বাব্দে
- গুপ্তযুগে বঙ্গের ভাগ ছিল দুটি
- গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা- সমুদ্রগুপ্ত
- চন্দ্রগুপ্ত মৌর্যর রাজধানী- পাটলীপুত্র
- সমুদ্রগুপ্তের মুদ্রা- অশ্বমেধ পরিক্রমা
- ফা-হিয়েন ভারতবর্ষে আসেন- দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি- বিক্রমাদিত্য, সিংহবীর
- অজান্তার গুহাচিত্রের সৃস্টি – গুপ্তযুগে
- ভারতীয় নেপোলিয়ন বলা হত – সমুদ্রগুপ্তকে
- কালিদাস ছিলেন – গুপ্ত যুগের কবি
- কালিদাসের মহাকাব্য- মেঘদূত
- সর্ব প্রথম চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন – ফা-হিয়েন
- ফা-হিয়েন য়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়ে
- ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ ছিল – বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা
- ফা-হিয়েন ভারতবর্ষে অবস্থান করেন – তিন বছর
- গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে – স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে
- গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল – ৩২০-৫৫০ খ্রিঃ
- গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন – ১ম চন্দ্রগুপ্ত
- ১ম চন্দ্রগুপ্তের উপাধি ছিল – রাজাধিরাজ
- সমূদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেছিল – ৩৩৫ খ্রিঃ
- সমূদ্রগুপ্ত রাজ্য শাসন করেন – ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)
- সমূদ্রগুপ্তের পিতা ছিলেন – ১ম চন্দ্রগুপ্ত
- মহাকবি কালিদাস সভাকবি ছিলেন – ২য় চন্দ্রগুপ্ত
- ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল – ৩৮০-৪১৩ খ্রিঃ
উপমহাদেশে আলেকজান্ডারের আগমনঃ
- আলেকজান্ডার ছিলেন- গ্রিসের অধিবাসী
- আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা
- প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত
- ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার
- আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।