বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
প্রাচীন যুগ ও চর্যাপদ
প্রাচীন বাংলার জনপদ
বঙ্গ—ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল (ঢাকা এই অঞ্চলের অন্তর্গত)
পুণ্ড্র–(সবচেয়ে প্রাচীন জনপদ)—রাজধানী- মহাস্থানগড় (পুণ্ড্রনগর)—-উত্তরবঙ্গ (বৃহত্তর রাজশাহী, রংপুর ও দিনাজপুর)
বরেন্দ্র—পুণ্ড্রের অন্তর্গত—উত্তরবঙ্গ (গঙ্গা-করতোয়ার মধ্যবর্তী উচ্চভূমি)
গৌড়—(রাজধানী- কর্ণসুবর্ণ
চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া
রাঢ়–অপর নাম- সূক্ষ্ম–(ভাগীরথী নদীর পশ্চিম তীরে)
সমতট-(রাজধানী- বড়কামতা)–কুমিল্লা ও নোয়াখালী
হরিকেল—(সিলেট ও পার্বত্য চট্টগ্রাম)
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে ১২০৪ খ্রিঃ।
সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে ১৭ বার।
বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় — ত্রয়োদশ শতকে।
সুলতান মাহমুদের সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসি।
ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন মুহাম্মদ ঘুরী।
ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক।
পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে।
পানি পথের প্রথম য্দ্ধু কার সংঘঠিত হয় ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।
দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া।
ইবনে বতুতা উত্তর আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন।
বাংলার প্রথমঃ
- প্রথম সাম্রাজ্য- মৌর্য
- প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক
- প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ
- শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
মৌর্য সাম্রাজ্যঃ
মৌর্যবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)
চন্দ্রগুপ্ত মৌর্য> বিন্দুসর> সম্রাট অশোক> দাশরথ> সম্প্রতি> সালিশুকা> দেববর্মণ> শতধনবান> বৃহদ্রথা
- প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য
- রাজধানী- পাটলীপুত্র
- প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য- মৌর্য সাম্রাজ্য
- প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য স্থাপন করেন- চন্দ্রগুপ্ত মৌর্য
- সম্রাট অশোক ছিলেন – মৌর্য সম্রাট
- সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে
মৌর্য বংশ সম্পর্কে আরো কিছু তথ্য-
- প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট- চন্দ্রগুপ্ত মৌর্য
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – চন্দ্রগুপ্ত মৌর্য
- সর্বশেষ মৌর্য সম্রাট – বৃহদ্রথ
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল – বিক্রামাদিত্য
- চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন – রাজা হর্ষবর্ধন এর আমলে
- ভারত বর্ষ থেকে গ্রীকদের বিতাড়িত করেন – চন্দ্রগুপ্ত
- নন্দবংশের শেষ রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন – চন্দ্রগুপ্ত
- ইন্ডিকা (Indika) নামক বিবরনমুলক গ্রন্থের লেখক – মেগাস্থিনিস
- অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক – কৌটিল্য
- কৌটিল্য আমলে চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী – চানক্য ও বিষ্ণুগুপ্ত
- মৌর্য সাম্রাট অশোক ছিলেন – বিন্দু সারের পুত্র
- অশোক কলিঙ্গ জয়ে বের হন – ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে
- মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল – পুন্ডনগর
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - প্রাচীন যুগ ও চর্যাপদ - 2"