বাংলাদেশ আওয়ামী লীগঃ
- প্রতিষ্ঠিত- ১৯৪৯
- প্রথম সভাপতি- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক- শেখ মুজিবুর রহমান
- শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন- ১৯৬৬ সালে
- ‘বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়- ১৯৫৫ সালে
- ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে পৃথক ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (NAP)’ গঠন করেন- ১৯৫৭ সালে
৬ দফা আন্দোলনঃ
- ঘোষণা করেন- শেখ মুজিবুর রহমান
- ঘোষণা করার সময়- ২৩ মার্চ, ১৯৬৬
- ঘোষণা করার স্থান- লাহোর
- ভিত্তি- লাহোর প্রস্তাব
- পরিচিত- ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - পাকিস্তান আমল - 1"