📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – পংক্তি ও উদ্ধৃতি – 1

বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

পংক্তি ও উদ্ধৃতি

কম্পিউটারের সংগঠন

কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করতে হয় এবং যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হয়।প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো যথাযথভাবে অবস্থানে স্থাপন ও যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটার সংগঠন বলে।

কম্পিউটারকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। এর সংগঠনটিও দুটি ভাগে বিভক্ত। কম্পিউটারের হার্ডওয়্যার অংশে এক সময় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, গানিতিক যুক্তি ইউনিট, কন্ট্রোল ইউনিট, ইনপুট-আউটপুট, মেমোরি ইত্যাদি আলাদা আলাদা ভাবে থাকত। বাংলাদেশে অবস্থিত প্রথম আইবিএম১৬২০ কম্পিউটারটিতেও এমন ব্যবস্থা রয়েছে। ঐ কম্পিউটারটি এখন বিজ্ঞান জাদুঘরে রয়েছে। এখনকার দিনের কম্পিউটারের হার্ডওয়্যার কাঠামো তেমন নয়। তখনকার সফটওয়্যারের ও কাঠামো ছিল ভিন্ন।

এখন কম্পিউটারের ভাগ গুলো হচ্ছে এরকম –

প্রথমত কম্পিউটারের দুটি ভাগ : হার্ডওয়্যার ও সফটওয়্যার। (Hardware & Software)

হার্ডওয়্যারের তিনটি অংশ : সিপিইউ, ইনপুট ও আউটপুট। (CPU, Input & Output)

সফটওয়্যার দুই প্রকার : অপারেটিং সিস্টেম ও এ্যাপ্লিকেশন প্রোগ্রাম।

কম্পিউটারের হার্ডওয়্যার ভাগের প্রধান অংশ কেন্দ্রীয় প্রক্রিয়াকরন ইউনিট বা সিপিইউ। এটি ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে আজকাল কম্পিউটারের কেসিঙের ভেতরে বিন্যস্ত করে বসানো থাকে। এই কেসিঙের সাথে থাকে একটি পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারের যাবতীয় বিদ্যুৎ সরবরাহ করে। একমাত্র মনিটর, প্রিন্টার, স্ক্যানার ছাড়া সব কিছুর বিদ্যুৎই এই পাওয়ার সাপ্লাই থেকে পাওয়া যায়। মনিটর বা স্ক্যানার ও কখনও কখনও পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ পেয়ে থাকে।

ল্যাপটপ, পামটপ, পিডিএ বা অন্য বহনযোগ্য কম্পিউটারের কেসিং বা খাঁচাটির  উপরিভাগে ইনপুট যন্ত্র হিসাবে কীবোর্ড ও মাউসের বিকল্প হিসেবে ট্র্যাকপ্যাড যুক্ত থাকে। এতে আলাদাভাবে কিবোর্ড ও মাউস যুক্ত করার ব্যবস্থা থাকলেও এসব ছাড়াই এটি হতে পারে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার। এতে ব্যাটারি দেওয়া থাকে ইউটিলিটি পাওয়ার সাপ্লাইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য।

ডেস্কটপ বা ল্যাপটপ উভয় ধরনের কম্পিউটারের কেসিং বা খাঁচার ভিতরে থাকে মাদারবোর্ড। মাদারবোর্ডটি আসলে কম্পিউটারের প্রক্রিয়াকরন অংশ। এতে থাকে মাইক্রোপ্রসেসর, রম, র‍্যাম, ভিডিও ডিসপ্লে, সাউন্ড কার্ড, নেটোয়ার্ক কার্ড ইত্যাদি। মাদারবোর্ডের সাথেই কেসিং বা খাঁচার ভেতরেই থাকে হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি ড্রাইভ। অন্যদিকে মাদারবোর্ডের বাহিরে থাকেমনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির সংযোগ দেয়ার পোর্ট।

মাইক্রোপ্রসেসর বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরন ইউনিট বা সিপিইউ

কেন্দ্রীয়প্রক্রিয়াকরন ইউনিট বা সিপিইউ(CPU= Central Processing Unit)হচ্ছে কম্পিউটারে কাজ করার মূল একাকা। কেন্দ্রীয়প্রক্রিয়াকরন ইউনিটকে মাইক্রোপ্রসেসর হিসেবেও অভিহিত করা হয়। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে সকল কাজের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়।কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটেব্যবহারকারীর নির্দেশ পৌঁছার পর ঐ নির্দেশ অনুযায়ী অস্থায়ী স্মৃতিতে অপেক্ষমান তথ্য/উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয়। এ ক্ষেত্রে ব্যবহারকারীর তথ্য/উপাত্তএবং নির্দেশ হচ্ছে ইনপুট।

প্রক্রিয়াকরণের কাজ চলার সময় কাজের পর্যায় বা অগ্রগতি কম্পিউটারের সাথে যুক্ত মনিটরে প্রদর্শিত হয়। মনিটরে কাজের হাল অবস্থা প্রদর্শন হচ্ছে আউটপুট। তাছাড়া ব্যবহারকারী নির্দেশ প্রধান করলে মনিটরের পর্দায় প্রদর্শিত ফল কম্পিউটারের সঙ্গে সংযুক্ত প্রিন্টারে মুদ্রনের জন্য প্রেরিত হয়। প্রিন্টারে মুদ্রন নেওয়ার কাজটি হচ্ছে আউটপুট।

কেন্দ্রীয় প্রক্রিয়াকরন ইউনিটের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- কম্পিউটারের মেমোরিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা, গানিতিক যুক্তির কাজ করা, মেমোরি ও গানিতিক যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ করা এবং অন্যান্য অংশের সঙ্গে তথ্য আদান প্রদানের কাজ নিয়ন্ত্রন করা, ইনপুট ও আউটপুট অংশগুলোর সাথে কাজের সমন্বয় বিধান করা ইত্যাদি। বর্তমানে মাইক্রোপ্রসেসরই হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। এসব কাজের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরে প্রয়োজনীয় সার্কিট থাকে। মাইক্রোপ্রসেসরের ভেতরের সংগঠনকে আবার তিন ভাগে বাগ করা যায়। যেমন- ক) নিয়ন্ত্রন ইউনিট(Control Unit), খ) গানিতিক যুক্তি ইউনিট(Arithmatic Logic Unit) এবং গ)স্মৃতি ইউনিট(Memory)।

ক. নিয়ন্ত্রন ইউনিট :

নিয়ন্ত্রন ইউনিট প্রথমে প্রাপ্ত নির্দেশ পরীক্ষা করে এবং নির্দেশ নির্বাহের জন্য প্রয়োজনীয় নির্বাহ সংকেত তৈরী করে। এরপর প্রয়োজনীয় অংশে কার্য সম্পাদনের জন্য নির্বাহ সংকেত প্রদান করে।অনেক সূক্ষ্ম ইলেক্ট্রনিক সার্কিটের সাহায্যে নিয়ন্ত্রন ইউনিট গঠিত। ইনপুট হিসাবে পাওয়া তথ্যগুলো জমা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের প্রধান স্মৃতিতে। এই প্রধান স্মৃতিকে বলা হয় র‍্যাম (RAM = Random Access Memory)। কম্পিউটারে লজিক বোর্ড বা মাদারবোর্ডের সকেটে এই স্মৃতি আলাদাভাবে বিদ্যমান থাকে। নিয়ন্ত্রন ইউনিট র‍্যাম থেকে তথ্যগুলো গানিতিক যুক্তি ইউনিটে প্রেরন করে।এখানে গানিতিক এবং যুক্তিমূলক কাজগুলো সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রন ইউনিটের নির্দেশে সেগুলো আবার র‍্যামে গিয়ে জমা হয়।নিয়ন্ত্রন ইউনিট প্রয়োজন হলে র‍্যামে ফিরে আসা তথ্য আবার গানিতিক যুক্তি ইউনিটে প্রেরন করে পরবর্তী

পর্যায়ের কাজের জন্য।একই সঙ্গে চলতে থাকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত মনিটরে ফলাফল প্রদর্শনের কাজ। এটি হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের নিয়ন্ত্রন অংশের কাজের চলমান প্রক্রিয়া।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস ক্র্যাশ - পংক্তি ও উদ্ধৃতি - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved