বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

জাতীয় বাজেট ২০১৬-২০১৭

f(x) = 2x+4

এখানে x হল স্বাধীন রাশি, x এর মানের উপর ডান পাশের রাশির পরিবর্তন হবে। ডান পাশের রাশিটিকে বলা হয় ফাংশনের আউটপুট।

এখন f(5) হল x এর পরিবর্তে ডান পাশের রাশিতে 5 বসবে।

 f(5) = 2×5 + 4 = 14

ফাংশন (ইংরেজী ভাষা: Function) একটি গাণিতিক ধারণা যেটি দুইটি রাশির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা প্রকাশ করে। একটি রাশিকে বলা হয় প্রদত্ত রাশি, বা স্বাধীন চলক বা ফাংশনটির আর্গুমেন্ট বা ইনপুট। অপরটিকে উৎপাদিত রাশি বা ফাংশনের মান বা আউটপুট বলা হয়। ফাংশন কোন একটি নির্দিষ্ট সেট থেকে (যেমন-বাস্তব সংখ্যার সেট থেকে) নেয়া প্রতিটি ইনপুট উপাদানের জন্য একটি অনন্য আউটপুটকে সম্পর্কিত করে।

উপরের সংজ্ঞা দেখে নাও বুঝতে পারেন। নিচের উদাহরণ দেখুনঃ

f(x) = 2x+4

এখানে x হল স্বাধীন রাশি, x এর মানের উপর ডান পাশের রাশির পরিবর্তন হবে। ডান পাশের রাশিটিকে বলা হয় ফাংশনের আউটপুট।

এখন f(5) হল x এর পরিবর্তে ডান পাশের রাশিতে 5 বসবে।

 f(5) = 2×5 + 4 = 14

f(x+h) হল x এর পরিবর্তে ডান পাশের রাশিতে (x+ h) বসবে।

f(x) = 2x + 4

f(x+h) = 2(x+h) + 4 = 2x + 2h + 4

f(2x+4) হল x এর পরিবর্তে ডান পাশের রাশিতে (2x+ 4) বসবে।

f(x) = 2x + 4

f(2x+4) = 2(2x+4) + 4  = 4x + 8+ 4 = 2x + 12

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline