
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
আমরা জানি, I= prn
N = I/pr
যেখানে মুনাফা I = ৪৮০০ টাকা, ও মূলধন p = ১০০০০ টাকা,
মুনাফার হার r = ১২%, সময় n = ?
∴ সময় = মুনাফা/(আসল×মুনাফার হার)
=৪৮০০/{১০০০০×(১২/১০০)} বছর
সময় = (৪৮০০×১০০)/(১০০০০×১২) বছর
= ৪ বছর
∴ সময় ৪ বছর
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্র বৃদ্ধি মূলধন নির্ণয় কর।
সমাধানঃ আমরা জানি, C = p(1+r)n
দেওয়া আছে, প্রারম্ভিক মূলধন p =৬২৫০০
বার্ষিক মুনাফার হার, r = ৮% বা, .০৮
এবং সময় n = ৩ বছর
∴ C = ৬২৫০০(১+৮/১০০) টাকা, বা ৬২৫০০×(২৭/২৫)৩
= ৬২৫০০ × (১.০৮)৩ টাকা
=৬২৫০০×১.২৫৯৭১২
= ৭৮৭৩২
চক্রবৃদ্ধি মূলধন ৭৮৭৩২ টাকা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।