
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে,
আসল ও মুনাফার হার কত?
আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা – আসল
বা, আসল + আসলের ৩/৮ = ৫৫০০
বা, (১+৩/৮) × আসল= ৫৫০০
বা, ১১/৮ × আসল =৫৫০০
বা, আসল= (৫৫০০×৮)/১১ টাকা
=৪০০০ টাকা
∴ মুনাফা = মুনাফা আসল – আসল
=(৫৫০০-৪০০০) টাকা বা ১৫০০ টাকা
আবার, আমরা জানি I= prn
বা, r = I/pn
অর্থাৎ মুনাফার হার= মুনাফা/(আসল×সময়)
=১৫০০/(৪০০০×৩)
=(১৫০০×১০০)/৪০০০×৩ %
=২৫/২% বা ১২(১/২)%
∴ আসল ৪০০০ ও বার্ষিক মুনাফা ১২(১/২)%