📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – চিকিৎসা – 1

মূল্যবোধ ও নৈতিকতা বিবিধ

ভিক্ষুককে ভিক্ষা দেয় : নৈতিক মূল্যবোধ।
সভ্য সমাজের মানদণ্ড: আইনের শাসন।
কর্মকাণ্ডের ভাল-মন্দের বিচারের ভিত্তি : মূল্যবোধ।
মূল্যবোধ বিভিন্ন সমাজের : বিভিন্ন রকম।
মূল্যবোধ হল : পরিবর্তনশীল ও নৈর্ব্যক্তিক।
মূল্যবোধের ভিত্তি : ১০টি।
মূল্যবোধ সাধারণত : ৯ প্রকার।
আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য হল : অর্থনৈতিক মূল্যবোধ।
সামাজিক মূল্যবোধ হল : সুকুমার বৃত্তির সমষ্টি।
শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় : পরিবারে।
অপরের ধর্মমতকে সহ্য করা : ধর্মীয় মূল্যবোধ।
সুশাসন প্রতিষ্ঠিত হয় না : আইনের শাসনের অভাবে।
জাতীয় উন্নতির চাবিকাঠি : গণতান্ত্রিক মূল্যবোধ।
গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ : সহনশীলতা।
আইনের শাসন প্রতিষ্ঠা করে : গণতান্ত্রিক মূল্যবোধ।
সৎ গুণই জ্ঞান/Knowledge is virtue : বলেছেন এরিস্টটল।
Morality শব্দটি এসেছে : ল্যাটিন Moralitas থেকে।
Truth is beauty and beauty is truth : বলেছেন জন কিটস।
Moralitas এর অর্থ : সঠিক আচরণ/চরিত্র।
শুভ’র প্রতি অনুরাগ, অশুভ’র প্রতি বিরাগ : নৈতিকতা (ম্যূর)।
নৈতিকতার রক্ষাকবচ : বিবেকের দংশন।
নৈতিকতা প্রয়োগ করে না : রাষ্ট্র।
ব্যক্তিগত ও সামাজিক বিষয় : নৈতিকতা।
আইনের প্রয়োগ হয় না : নৈতিকতা লঙ্ঘনে।
আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন : ম্যাকিয়াভেলি।
নৈতিকতাহীনতা : দণ্ডনীয় অপরাধ নয়।
পৌরনীতির প্রাক্তন অংশ : নীতি বিজ্ঞান।
নৈতিকতার পরিধি : আইনের চেয়ে বড়।
নৈতিকতা হল : অনির্দিষ্ট ও অস্পষ্ট।
রাষ্ট্র সাধারণত অনুসরণ করে : নৈতিকতাকে।
সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি : সামাজিক স্বার্থ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে।
Morals of morality এর মূল উৎস : ল্যাটিন mas শব্দটি।
নৈতিকতা ও নীতিবোধের বিকাশ ঘটায় : ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত বোধ।
নৈতিকতা একটি মানসিক বিষয়।
ধনতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা লাভের ভিত্তি : স্বার্থপরতা ও লোভ।
নৈতিকতা ভিন্ন হতে পারে : দেশ-কাল-পাত্র ভেদে।
সুনাগরিকের বড় গুণ : আত্মসংযম।
গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাকেই বলে : আত্মসংযম।
মানবীয় গুণ হল : সহমর্মিতা।
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান ধাপ : শৃঙ্খলা-বোধ।
অধিকার ও কর্তব্য সচেতন নাগরিকই : সুনাগরিক।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস ক্র্যাশ - চিকিৎসা - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved