বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
(গড়)
গড়ের অংক খুব সহজ।
মনে কর দশটি সংখ্যা দেওয়া আছে। এদের গড় = সংখ্যা গুলোর সমষ্টি / ১০
দশ জন মানুষের বয়সের গড় = দশ জনের বয়সের সমষ্টি/ ১০
আবার মনে কর, তিন বন্ধুর গড় আর্ন ২০০০ টাকা।
অতএব, তাদের মোট আর্ন = ২০০০X ৩ = ৬০০০ টাকা
গড়ের অংকের মজা হল: আপনি প্রশ্ন পড়তে পড়তে অংক করবেন। প্রথম লাইনে যেটি আছে তা দিয়ে অংক করা শুরু করবেন। ২য় লাইনে কিছু দেওয়া থাকলে তা প্রয়োগ করবেন। দেখবেন, প্রশ্ন পড়া শেষ হওয়ার আগেই আপনার অংক শেষ।
চলুন চেষ্টা করি:
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স কত?
প্রথম লাইনে আছে, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর
তাহলে, পিতা মাতা ও পুত্রের মোট বয়স = ৩৭X = ১১১ বছর
২য় লাইনে আছে, পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
তাহলে, পিতা ও পুত্রের মোট বয়স =(৩৫X ২) = ৭০ বছর
তাহলে, মাতার বয়স = (১১১-৭০) = ৪১ বছর।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - গড় - 1"