এস ওয়াজেদ আলী (১৮৯০-১৯৫১):
ঐতিহাসিক উপন্যাস ‘গ্রানাডার শেষ বীর’ তার শ্রেষ্ঠ উপন্যাস।
তার রচিত প্রবন্ধ হচ্ছে ভবিষ্যতের বাঙালী, জীবনের শিল্প।
প্রিন্সিপাল ইব্রাহীম খা (১৮৯৪-১৯৭৮):
আনোয়ার পাশা, কামাল পাশা, কাফেলা তার রচিত নাটক।
ইস্তাম্বুলের যাত্রীর পত্র’ তার ভ্রমণকাহিনী।
তার গল্পগ্রন্থ হচ্ছে সোনার শিকল।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০):
উপন্যাসিক হিসেবেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেছেন। তার রচিত উপন্যাসগুলো হচ্ছে পথের পাচালী, আরণ্যক, অপরাজিত, অশনি সংকেত, অভিযাত্রিক।
গোলাম মোস্তফা (১৮৫৭-১৯৬৪):
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রক্তরাগ, হাসনাহেনা, বুলবুলিস্থান, বনি আদম, সাহারা।
হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী ‘বিশ্বনবী’ তার শ্রেষ্ঠ রচনা।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - গ্রন্থ চরিত্র - 1"