
আফ্রিকা মহাদেশরি সাধারণ গুরুত্বপূর্ণ তথ্যঃ
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ- আফ্রিকা।
আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ সুদান।
জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া।
আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতি: ম করেছে বিষুব রেখা।
পৃথিবীর সবচেয়ে বেশী হীরা উত্তলিত হয় কিম্বালী খনি (দক্ষিণ আফ্রিকা প্রায় ৬০%)।
আফ্রিকার তথা পৃথিবীর বৃহত্তম নদী নীল নদ (দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত)।
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো
পৃথিবীর বৃহত্তম মরুভূমি আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি।
Horns of Africaবলা হয়- ইথিওপিয়াকে/ সোমালিয়া।
পৃথিবীর সর্বাপেক্ষা খার্বাকায় জাতি বাস করে আফ্রিকার কঙ্গোতে (পিগমি জাতি)।
আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া।
পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা
সাভানা তৃণভূমি কেনিয়া: সুদান: তানজানিয়া: জিম্বাবুয়েতে অবস্থিত।
রাজনৈতিক তথ্য:
আফ্রিকার দুঃখ বলা হয় জাতিগত বিভেদ।
ইসলামিক কোর্টস অব মিলেশিয়া সোমালিয়ার বিদ্রোহী গ্রুপ
ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার বিদ্রোহী গ্রুপের: সাথে যুদ্ধে জড়িত।
ইরিত্রিয়া পূর্বে যে দেশের অংশ ছিল- ইথিওপিয়া।
দারফুর সংকট সৃষ্টি হয়- সুদানে।
জানজাবিদ মিলশিয়া সুদানের বিদ্রোহী গ্রুপ
মিশর সুয়েজ খালকে জাতীয় করণ করে- ১৯৫৬ সালে
লকারবি বিমান দুর্ঘটনা ঘটেছিল- ১৯৮৮ সালে।
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম- : ANC: (১৯৯২ সালে গঠিত)।
আফ্রিকার ক্যাস্ট্রো বলা হয় জিম্বাবুয়ের- রবার্ট মুগার কে।
WHO: এর রিপোর্ট অনুযায়ী নাইজেরিয়ার লোকেরা সব থেকে কম ধুমপান করে।
আফ্রিকার যে দেশ বাংলাকে রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে- সিয়েরালিয়ন।
আফ্রিকার যে অঞ্চল বাংলাদেশী শান্তি রক্ষী নিহত হয়েছে কঙ্গোর ইতুরি প্রদেশ।
Pearl of Africa নামে পরিচিত- উগান্ডা।
ঘানার পূর্ব নাম- গোল্ড কোস্ট।
পিরামিড যে দেশের প্রধান আকর্ষণীয় স্থান মিশর (ফারাও সম্রাটের আমলে নির্মিত)।
ফেজ টুপির বিখ্যাত মরক্কোর- ফেজ নগর।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।