আফ্রিকা মহাদেশরি সাধারণ গুরুত্বপূর্ণ তথ্যঃ

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ- আফ্রিকা।

আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ সুদান।

জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া।

আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতি: ম করেছে বিষুব রেখা।

পৃথিবীর সবচেয়ে বেশী হীরা উত্তলিত হয় কিম্বালী খনি (দক্ষিণ আফ্রিকা প্রায় ৬০%)।

আফ্রিকার তথা পৃথিবীর বৃহত্তম নদী নীল নদ (দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত)।

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো

পৃথিবীর বৃহত্তম মরুভূমি আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি।

 Horns of Africaবলা হয়- ইথিওপিয়াকে/ সোমালিয়া।

পৃথিবীর সর্বাপেক্ষা খার্বাকায় জাতি বাস করে আফ্রিকার কঙ্গোতে (পিগমি জাতি)।

আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া।

পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা

সাভানা তৃণভূমি কেনিয়া:  সুদান: তানজানিয়া:  জিম্বাবুয়েতে অবস্থিত।

রাজনৈতিক তথ্য:

আফ্রিকার দুঃখ বলা হয় জাতিগত বিভেদ।

ইসলামিক কোর্টস অব মিলেশিয়া সোমালিয়ার বিদ্রোহী গ্রুপ

ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার বিদ্রোহী গ্রুপের: সাথে যুদ্ধে জড়িত।

ইরিত্রিয়া পূর্বে যে দেশের অংশ ছিল- ইথিওপিয়া।

দারফুর সংকট সৃষ্টি হয়- সুদানে।

জানজাবিদ মিলশিয়া সুদানের বিদ্রোহী গ্রুপ

 মিশর সুয়েজ খালকে জাতীয় করণ করে- ১৯৫৬ সালে

লকারবি বিমান দুর্ঘটনা ঘটেছিল- ১৯৮৮ সালে।

নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম- : ANC: (১৯৯২ সালে গঠিত)।

আফ্রিকার ক্যাস্ট্রো বলা হয় জিম্বাবুয়ের- রবার্ট মুগার কে।

WHO: এর রিপোর্ট অনুযায়ী নাইজেরিয়ার লোকেরা সব থেকে কম ধুমপান করে।

আফ্রিকার যে দেশ বাংলাকে রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে- সিয়েরালিয়ন।

আফ্রিকার যে অঞ্চল বাংলাদেশী শান্তি রক্ষী নিহত হয়েছে কঙ্গোর ইতুরি প্রদেশ।

Pearl of Africa নামে পরিচিত- উগান্ডা।

ঘানার পূর্ব নাম- গোল্ড কোস্ট।

পিরামিড যে দেশের প্রধান আকর্ষণীয় স্থান মিশর (ফারাও সম্রাটের আমলে নির্মিত)।

ফেজ টুপির বিখ্যাত মরক্কোর- ফেজ নগর।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline