বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

খাদ্য ও পুষ্টি

এশিয়া :
আয়তন(বর্গ কিমি) : ৪,৪৫,৭৯,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ৪৪
সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এভারেষ্ট (৮৮৫০)এবং সর্বনিম্ন স্থান (মিটার) : মৃত সাগর (-৪০০)
আফ্রিকা :
আয়তন(বর্গ কিমি) : ৩,০০,৬৫,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ৫৩
সর্বোচ্চ স্থান (মিটার) : কিলিমাঞ্জারো (৫৯৬৩) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আসাল (-১৫৬)
উত্তর আমেরিকা :
আয়তন(বর্গ কিমি) : ২,৪৪,৭৪,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ২৩
সর্বোচ্চ স্থান (মিটার) : ম্যাককিনলে (৬১৯৪) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : ডেথ ভ্যালি (-৮৬)

দক্ষিন আমেরিকা :
আয়তন(বর্গ কিমি) : ১,৭৮,১৯,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ১২
সর্বোচ্চ স্থান (মিটার) : একাঙ্কাগুয়া (৬৯৫৯) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : পেনিনসুলা (-৪০)
ইউরোপ :
আয়তন(বর্গ কিমি) : ৯৯,৩৮,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ৪৬
সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এলব্রাস (৫৬৩৩) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : কাস্পিয়ান সাগর (-২৮.০)
ওশেনিয়া :
আয়তন(বর্গ কিমি) : ৮৪,৮৪,৬২০
দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১৪
জাতিসংঘভূক্ত দেশ : ১৪
সর্বোচ্চ স্থান (মিটার) : পুঁসাক জায়া (৪৮৮৪)
সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আয়ার (-১১৬)
এন্টার্কটিকা :
আয়তন(বর্গ কিমি) : ১,৩২,০৯,০০০
পৃথিবীর আয়তনের শতকরা হার : ৮.৯%
সর্বোচ্চ স্থান (মিটার) : ভিনসন ম্যাসিফ (৪৮৮৪) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ (-২৫৫.৫)

এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ তথ্যঃ

এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এর আয়তন প্রায়  ৪,৪৫,৭৯,০০০ বর্গ কি.মি।

পৃথিবীর প্রায় ৩০ শতাংশই এশিয়ার অন্তর্গত।

এশিয়ার বৃহত্তম দেশ- চীন।

এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।

এশিয়ার বৃহত্তম মরুভূমি- গোবি মরুভূমি।

এশিয়ার বৃহত্তম সাগর- চীন সাগর।

এশিয়ার বৃহত্তম হ্রদ- কাম্পিয়ান।

এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং (চীন)

সর্বোচ্চ পর্বত শৃঙ্গ- মাউন্ট এভারেস্ট (৮৮৪৪.৪৬ মি.)

এশিয়া মহাদেশের উত্তর আমেরিকা থেকে পৃথক হয়েছে- বেরিং প্রণালী দ্বারা।

 আফ্রিকা মহাদেশ পৃথক হয়েছে- লোহিত ও সুয়েজখাল দ্বারা।

এশিয়া ইউরোপ হতে পৃথক করেছে- বসফরাস প্রণালী।

এশিয়া এবং ইউরোপকে একত্রে বলা হয়- ইউরোশিয়া।

তুরস্ক দেশটি ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত।

এশিয়ার সর্বউত্তরের বিন্দু- চেলুসিকিনের অগ্রভাগ।

একদেশ দুই নীতি কার্যকর- চীনে।

ফালুগং যে দেশের নিষিদ্ধ সংগঠন- চীন।

অং সান সূচী মায়ানমারের নেত্রী। দলের নাম ( NLD) [National League of Democracy].

এশিয়ার সর্বশেষ স্বাধীনদেশ- পূর্বতিমুর।

তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ যেটি চীনের অন্তর্ভূক্ত।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline