বিরামচিহ্ন – জেএসসি-বাংলা-2-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 462
জেএসসি-বাংলা-2-কুইজ | 4611. কোন বাক্যটিতে কোলন চিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
- ব্যাখ্যা করঃ
- তার নাম শিশিরঃ
- কাল স্কুলে যাব নাঃ
- আমি বাড়িতে গিয়েঃ
4612. লেখা থামাতে ব্যবহৃত চিহ্ন বা সংকেতকে বলে-
- থামা-চিহ্ন
- হস্ সংকেত
- বিরাম চিহ্ন
- অবকাশ সংকেত
4613. নিচের কোন বানানটি সঠিক?
- কোরাণ
- গ্রীণ
- লণ্ঠন
- লন্ঠন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-2-কুইজ- 462"