বিরামচিহ্ন – জেএসসি-বাংলা-2-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 457
4565. যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃনা, আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে কী বসে?
- দাঁড়ি
- কমা
- বিস্ময়
- কোলন
4566. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
- ৯টি
- ১০টি
- ১১টি
- ১২টি
4567. কোন যদি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
- কোলন
- হাইফেন
- কমা
- সেমিকোলন
4568. তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
- দাঁড়ি
- ইলেক
- সেমিকোলন
- কমা
4569. কোলন চিহ্ন ব্যবহৃত হয় –
- নাটকের সংলাপের আগে
- দুটো শব্দের সংযোগ বোঝাতে
- বাক্যে সম্বোধনের পর
- বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
4570. হাইফেনকে বাংলায় কী বলা হয়?
- ছেদ চিহ্ন
- সংযোগ চিহ্ন
- বিরাম চিহ্ন
- বিরতি চিহ্ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিরামচিহ্ন - জেএসসি-বাংলা-2-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 457"