বিভিন্ন শাস্ত্রের জনকঃ (প্রায় পরীক্ষায় আসে, কিন্তু কনফিউসড! )

>> মনোবিজ্ঞানের জনক – উইলহেম উন্ড।
>> বিজ্ঞানের জনক – থেলিস।
>> ইংরেজী কবিতার জনক – জিওফ্রে চসার।
>> উদ্ভিদ বিজ্ঞানের জনক – থিওফ্রাস্টাস।
>> সমাজ বিজ্ঞানের জনক – অগাস্ট কোঁৎ।
>> রাষ্ট্র বিজ্ঞানের জনক – এরিস্টটল।
>> আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক – নিকোলা ম্যাকিয়াভ্যালি।
>> প্রাণি বিজ্ঞানের জনক – এরিস্টটল।
>> আধুনিক কার্টুনের জনক – উইলিয়াম হোগার্থ।
>> সনেটের জনক -পেত্রার্ক।
>> গণতন্ত্রের জনক – এরিস্টটল।
>> আধুনিক গণতন্ত্রের জনক – জন লক।
>> ইতিহাসের জনক – হেরোডোটাস।
>> ভুগোলের জনক -ইরাতেস্থেনিস।
>> আধুনিক অর্থনীতির জনক – পল স্যামুয়েলসন।
>> বীজগনিতের জনক – আল জাবির।
>> রসায়ন শাস্ত্রের জনক – জাবির ইবনে হাইয়ান
>> আধুনিক জ্যোতির্বিদ্যার জনক – নিকোলাস কোপার্নিকাস।
>> আধুনিক বাংলা নাটকের জনক – মাইকেল মধুসুদন দত্ত।
>> জ্যামিতির জনক – ইউক্লিড।
>> অর্থনীতির জনক – এডাম স্মিথ।
>> বাংলা গদ্যের জনক – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
>> জীবানু বিদ্যার জনক – লুই পাস্তুর।
>> বাংলা উপন্যাসের জনক – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
>> জীববিজ্ঞানের জনক – এরিস্টটল।
>> চিকিৎসা শাস্ত্রের জনক – হিপোক্রিটাস।
>> জীবের নামকরন (দ্বিপদ নামকরণ) এর জনক – ক্যারোলাস লিনিয়াস।
>> তেজস্ক্রিয়তার জনক – হেনরি বেকেরেল।
>> কমপেয়ারেটিভ এনাটমির জনক – ভেসালিয়াস।
>> শরীরবিদ্যার জনক – উইলিয়াম হার্ভে।
>> রক্ত সংবহনতন্ত্রের জনক – উইলিয়াম হার্ভে।
>> আধুনিক কোষতত্ত্বের জনক – সোয়ান ও হাইডেন।
>> ক্যালকুলাসের জনক – নিউটন।
>> গতিবিদ্যার জনক – গ্যালিলিও।
>> মনোবিজ্ঞানের জনক – উইলহেন উন্ড।
>> কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
>> আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক – ডোনাল্ড ব্রুস।
>> দর্শনশাস্ত্রের আদি জনক -থেলস।
>> আধুনিক দর্শনশাস্ত্রের জনক – রেনি ডেকার্টেস।
>> বাংলা ছোট গল্পের জনক – রবীন্দ্রনাথ ঠাকুর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline