বিজ্ঞান প্রকল্প বা Science Project যাই বলি না কেন, এটা কিন্তু অনেকটা জাদুর মত!
আমরা অনেক মজার মজার কাজ করে ফেলতে পারি বিজ্ঞান প্রকল্প নিয়ে। একটি প্রোজেক্ট এর পিছের বিজ্ঞান যারা জানবে না তাঁদের কাছে হয়ত জিনিস টা জাদুর মতই লাগবে। বিজ্ঞান ই আসল জাদু!
আজ নিয়ে আসছি খুব ছোট্ট একটা বিজ্ঞান প্রকল্প যেটি দিয়ে খুব সহজেই তাক লাগিয়ে দেয়া যাবে সবাইকে!
আমরা সবাই জানি,কাগজে একবার আগুন ধরলে তা একদম পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কেমন হয় যদি আগুনেও কাগজ না পোড়ে? আগুনেও কাগজ যাতে না পোড়ে এবং দরকারি ডকুমেন্ট যাতে সহজে সংরক্ষণ করা যায় তার জন্য ছোট্ট একটি ট্রিক্সঃ
উপকরণঃ
- ফিটকিরি
- পানি
- কাগজ
কার্যপ্রণালীঃ
- প্রথমে খানিকটা ফিটকিরি পানিতে গুলিয়ে নিন।
- এবার কিছু কাগজ তাতে ভিজান।
- ভিজানোর পর শুকিয়ে ফেলুন।
- তারপর আবার ভিজিয়ে শুকান।
- এভাবে কয়েক বার কর বার কর ৩/৪ বার করলে ভাল হয়।
- ফাইনাল শুকানোর পর তাতে কিছু লেখার থাকলে লিখুন।
- এরপর ঐ কাগজটা আগুনে ধরুন।
- দেখুন কাগজটি আগুন এ পুড়বে না।
স্কুল এর বাচ্চাদের জন্য এটি একটি খুব ই সহজ বিজ্ঞান প্রকল্প , বিশেষ করে প্রাইমারি লেভেলের ছেলেমেয়ে দের জন্য। আপনিও চেষ্টা করে দেখতে পারেন আর তাক লাগিয়ে দিতে পারেন আপনার আশেপাশের মানুষকে!
আরও পড়ুনঃ
বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান শক্তির উৎস ও ব্যবহার।
দেশব্যাপী সমালোচনার মুখে স্কুল-কলেজে এসকেলেটর প্রকল্প বাতিল করা হচ্ছে।
মনোবিজ্ঞান ২য়পত্র সাজেশন ২০১৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য
0 responses on "বিজ্ঞান প্রকল্প - আগুনে পুরবে না কাগজ"