*****বিজ্ঞান নিয়ে কিছু কথা *****
বিজ্ঞান ও কম্পিউটার নিয়ে কিছু পরামর্শ—–
বি সি এস এর প্রিলিমিনারি পরীক্ষার আগে এমনভাবে প্রস্তুতি নিলে ভালো যেটা লিখিত পরীক্ষাতেও সাহায্য করবে, একটু perfect and informative study করাটা জরুরী , অর্থাৎ প্রিলি based লিখিত পরীক্ষার প্রস্তুতি, প্রিলি হবে কিহবেনা এমন confusion রাখাই যাবেনা, প্রস্তুতি টা এমন টাইপ হতে হবে যে প্রিলি দিলে তো হবেই, প্রিলি আবার না হবার কি আছে এই টাইপ,কারন আপনাদের অধিকাংশেরই যে প্রস্তুতি থাকে তাতে প্রিলি না হবার তেমন কারন থাকেনা, কিন্তু সমস্যা যেটা হয় পরীক্ষার হলে প্ল্যানিং এর অভাবে এবং nervous থাকার কারনে অনেক স্টুডেন্ট পরীক্ষায় খারাপ করে থাকে। আগেও বলেছি আবারও বলছি আপনাকে বিশেষ নজর দিতে হবে নিজের পড়াটাকে perfect ভাবে apply করার দিকে, তা নাহলে সব পণ্ডশ্রম হবে, প্রিলির প্রশ্নতে সহজ যেসব প্রশ্ন থাকে সেদিকে খেয়াল বেশি রাখতে হবে, লিখিত পরীক্ষাতেও তাই ,আমাদের অনেকেরই কঠিন প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করতে বেশি দেখা যায়, ওই কঠিন প্রশ্ন না পারলে কোন সমস্যা নেই, সহজগুলো দিয়েই ভালো পরীক্ষা দেয়া যায়, বিশেষ করে প্রিলি তে, আর আপনার মাথায় প্রিলি পরীক্ষার সময় যত জ্ঞান থাকবে লিখিত পরীক্ষায় তা reference হিসেবে লিখে আসবেন, লিখিত পরীক্ষায় নিজের মত করেই লিখতে হয়, শুধু ভালো লেখার ধরন টা জানা থাকতে হবে, চেষ্টা করবেন প্রতিটি বিষয়েই নিজের জ্ঞানের ভাণ্ডারটাকে সমৃদ্ধ করতে ।
এবার আসি কাজের কথায় মানে বিজ্ঞানে, বিজ্ঞান বিষয়ে সায়েন্স এবং নন সায়েন্স background এর সবাইকে সমান সতর্ক থাকা উচিত, কারন অনেক সাইন্সের স্টুডেন্ট ভেবে থাকেন বিজ্ঞান তো পারবই কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পাবার পর দেখা যায় কিছু লেখার পর মাথায় আর কিছু আসছে না, এই দিকটায় খেয়াল রাখবেন–
বিজ্ঞানের জন্য প্রয়োজনীয় কিছু বই—
১- নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই
২- H.S.C এর পুরনো সিলেবাসের পদার্থ( তপন বা তফাজ্জল স্যার এর),রসায়ন( কবির বা হাজারী স্যার ের) ও জীববিজ্ঞান (আজমল স্যার ের প্রানিবিজ্ঞান এবং হাসান স্যার ের উদ্ভিদবিজ্ঞান) বই
৩- বাজারের যেকোনো ভালো গাইড বই
৪- নবম-দশম শ্রেণীর কম্পিউটার ও প্রযুক্তি বই
উল্লেখ্য যে এতগুলো বই থেকে সব পড়া লাগেনা, ধরন টা আমি বলছি ,আর আমি just একটা গাইডলাইন দিচ্ছি ,এটাই যে perfect এমন টা নয় ।।
যেভাবে শুরু করতে পারেন—-
১– প্রথমে বিগত বছরের প্রশ্ন গুলো বারবার দেখে একটা ধারনা নিন সাধারণত প্রশ্ন কেমন হয়, বিজ্ঞানে কিন্তু প্রশ্ন repeat হয়, সেগুলো সমাধান করে ফেলুন
২– এরপর বাজারের যেকোনো একটা গাইড একবার রিডিং দিয়ে ফেলুন, যেসব প্রশ্ন আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে বা ঝামেলাপূর্ণ মনে হবে তা বাদ দিন, কোন পরীক্ষাতেই সন্তোষজনক প্রস্তুতি নেয়া সম্ভব নয়, আপনি চেষ্টা করবেন নিজের জ্ঞান যতটা বাড়ানো যায়
৩– পদার্থ বিজ্ঞান থেকে স্পেশালি যেগুলো দেখতে পারেন প্রথম পত্র -( ভেক্টর স্কেলার রাশির উদাহরণ সংজ্ঞা, গতির প্রকারভেদ ও উদাহরন, মৌলিক বলগুলো , কাজ ক্ষমতা শক্তির একক উদাহরণ প্রকারভেদ পার্থক্য ,হর্স পাওয়ার , মহাকর্ষ , অভিকর্ষজ ত্বরণ, কৃত্রিম উপগ্রহ, সরল দোলকের বৈশিষ্ট্য ব্যবহার, সান্দ্রতা কি উদাহরণ, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য , পরম আদ্রতা ও আপেক্ষিক আদ্রতা, সুপ্ত তাপ ও আপেক্ষিক সুপ্ত তাপ একক সংজ্ঞা,গ্রিন হাউজ প্রভাব, প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞা পার্থক্য উদাহরণ, শব্দের বৈশিষ্ট্য সংজ্ঞা , টেপরেকর্ডার, অনুনাদ, প্রতিধ্বনি ,somoshno and ruddhotapiyo প্রক্রিয়ার সংজ্ঞা পার্থক্য উদাহরণ ইত্যাদি
পদার্থ ২য় থেকে যেটি দেখতে পারেন — ( পরিবাহী ,অপরিবাহী ,অর্ধপরিবাহীর সংজ্ঞা উদাহরণ, ধারক ও রোধের সংজ্ঞা প্রকারভেদ একক সুত্র, মিটার ব্রিজ,এমিটার প্রমান কোষ ( এটা তফাজ্জল স্যার এর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের শেষে আছে), ভোল্টমিটার , মাল্টিমিটার ,সান্ট, আপেক্ষিক রোধ , বিভব, তড়িৎচালকশক্তি,কুলম্বের সুত্র একক,জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বক পর্দা, চৌম্বক ভেক্টর, ভু চুম্বকের তিনটি উপাদান, প্যারা চুম্বক, ফেরো চুম্বক ও দায়াচুম্বক পদার্থের উদাহরণ সংজ্ঞা পার্থক্য transformer সংজ্ঞা প্রকারভেদ,জেনারেটর ও মোটর এর প্রকারভেদ অংশ, লেন্স ও দর্পণের সংজ্ঞা প্রকারভেদ পার্থক্য, চোখের ত্রুটিসমুহ ও এর প্রতিকার, বিভিন্ন রশ্নির বৈশিষ্ট্য যেমন আলফা, বিটা, গামা, লেজার, ক্যাথোড, এক্স,ফোটন ইত্যাদি, লেজারের ব্যবহার,রুবি লেজার, ক্যাথোড রশ্মি থেকে এক্স রশ্মি উৎপাদন, আইসোটোপ, আইসমার, আইসবার, একটি বস্তুকে ধনাত্মক ও ঋণাত্মক চার্জে চারজিতকরন, নিউক্লিয় চুল্লি প্রকারভেদ, transistor এর প্রকারভেদ ও বর্ণনা, পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীর বর্ণনা, আইনস্টাইনের সুত্র, নক্ষত্রএর জীবনকাল ইত্যাদি
৪– রসায়ন থেকে স্পেশালি দেখতে পারেন বিভিন্ন উল্লেখযোগ্য আকরিকের নাম, ভোল্টমিটার এবং ভোল্টামিটার,জারন সংখ্যা, শুষ্ক কোষ, মৌলিক ও গৌণ কোষ এর সংজ্ঞা পার্থক্য,কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা প্রকারভেদ, তেজস্ক্রিয়তার সংজ্ঞা উদাহরণ ব্যবহার, প্রাইমারী ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদা,বন্ধনের প্রকারভেদ, তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা ও উদা , শুন্য ক্রম বিক্রিয়া, এনজাইম সংজ্ঞা প্রকারভেদ ও উদা (১ম পত্রের অধ্যায় ১৩ এর শেষে ),প্রভাবকের সংজ্ঞা উদা ,প্রভাবক বিষ, এরসান,করসান, ইলেকট্রন আসক্তি, আয়নিকরন শক্তি, নিষ্ক্রিয় গ্যাসের সংজ্ঞা উদা ব্যবহার,কার্বনের রুপভেদ,গ্রাফাইট হীরক বেঞ্জিন ও বরফের গঠন ( অধ্যায় ৬ ১ম পত্র ),ড্রাই আইস, কাঁচের উদা ইত্যাদি
৫– উদ্ভিদবিজ্ঞান থেকে স্পেশালি যেগুলো দেখতে পারেন– ব্যাকটেরিয়া ভাইরাসের বৈশিষ্ট্য,ডায়াটম ও নস্টক,সায়ানব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, নাইট্রোজেন চক্র, আগারিকাসের গঠন, ছত্রাকের বৈশিষ্ট্য ও উদা, মস ও ফার্নের বৈশিষ্ট্য উদা,জীবন্ত জীবাশ্ম, ডার্ক পিরিয়ড, ছোট বড় ও দিন নিরপেক্ষ উদ্ভিদের উদা, পারথেনকারপিক ফল, হাইদ্রসেরি ও জেরসেরির প্রকারভেদ ও ধাপ (৭ম অধ্যায়),পরিবেশ দুশন,শব্দ দূষণ( ৭ম অধ্যায় ),আর্সেনিকের ক্ষতিকর প্রভাব,ওজোন স্তরের ক্ষয়ের কারন ও ফলাফল , বায়োগ্যাসের উৎপাদন পদ্ধতির ধাপ (৯ম অধ্যায়)ও ব্যবহার,ট্রান্সজেনিক উদ্ভিদের সংজ্ঞা ও উদা,প্লাজমিদের সংজ্ঞা উদা বৈশিষ্ট্য,রিকম্বিনেন্ট DNA তৈরির ধাপ, জৈব প্রযুক্তির ব্যবহার ইত্যাদি
৬– মাইটোকন্ড্রিয়ার গঠন,ক্রোমোজোম, নিউক্লিয়াসের গঠন, ঐচ্ছিক অনৈচ্ছিক ও হৃদপেশীর পার্থক্য, কলার প্রকারভেদ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য, ম্যালেরিয়ার মশার নাম, রক্ত কণিকার প্রকারভেদ ও কাজ,এন্টিজেন, এন্টিবডি,রক্তের গ্রুপ,সিস্তল ও দায়াস্তলিক রক্তচাপ ও সময়কাল, কিডনির কাজ, অমরার কাজ, খাদ্য পিরামিড, খাদ্য চক্র (১০ম অধ্যায় ),ফাইলেরিয়াসিস
৭– প্রযুক্তি বিগত বছরের প্রশ্ন গুলো বারবার দেখে আগে ধারনা নিন, পরে নবম-দশম শ্রেণীর বই থেকে একটু উলটিয়ে দেখুন
** বাজারের যেকোনো ভালো গাইড বই একবার দেখার পর আপনি সময় পেলে উপরে বর্ণিত টপিকগুলো দেখতে পারেন, এবং নতুন HSC এর সিলেবাসের প্রাণীবিজ্ঞান বইতে কিছু রোগ নিয়ে বর্ণনা দিয়েছে ,সেগুলো দেখে ফেলুন,আপনি যেকোনো বই এর ভুমিকায় টপিক খুঁজলে আপনার খুজে পেতে সুবিধা হবে । মনে রাখবেন ভালো লিখলে বিজ্ঞানে অনেক নম্বর পাওয়া যায়,বিগত বছরের প্রশ্নগুলো আপনার জন্য বেস্ট গাইডলাইন, বারবার প্রশ্ন ঘাটাঘাটি করলে নিজের চিন্তাশক্তি বাড়ে, তখন আপনি কিছুটা ধারনা করতে পারবেন যে কি টাইপ প্রশ্ন আসতে পারে বা কোনগুলো গুরুত্বপূর্ণ, যতটুকু নিজের জ্ঞানের পরিধি বাড়ানো যায় চেষ্টা কর ।।
বি দ্র– লেখায় অনাকাঙ্ক্ষিত কোন ভুল হলে ক্ষমা প্রার্থী ।। এগুলো আপনাদের অনেকেরই হয়তোবা জানা আছে, তবুও একটু ধারণা দেয়ার চেষ্টা করছি মাত্র , আপনাদের মধ্যে যারা নন সায়েন্সের তারা আপনাদের সায়েন্সের ২-১বন্ধুদের সাথে আলোচনা করে বিজ্ঞান স্টাডি করতে পারেন, এতে ২ জনেরই উপকার হবে । try your best guys..may god always bless you, good luck.
আরো পড়ুন:
0 responses on "বিজ্ঞান নিয়ে কিছু কথা"