বানান – জেএসসি-বাংলা-2-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 464
4631. ভাষা ও জাতির নামের শেষে-
- ই-কার হবে
- ঈ-কার হবে
- ই-কার অথবা ঈ-কার হবে
- উভয়ই প্রযোজ্য
4632. কোন বানানটি ভুল?
- কৃপণ
- দুর্ণাম
- অগ্রহায়ণ
- নির্বাণ
4633. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?
- তৃণ
- বর্ণ
- রামায়ণ
- পাণি
4634. বর্তমান অনুজ্ঞায় কোথায় ও-কার প্রদান করা যায়?
- পদের প্রথমে
- পদের মধ্যে
- পদের শেষে
- সর্বত্র
4635. অতৎসম শব্দের বানানে ব্যবহৃত হবে-
- দীর্ঘস্বর
- হ্রস্বস্বর
- উভয় স্বর
- কোনটিই না
4636. কোনটি তৎসম শব্দ?
- আমিন
- ডিগ্রি
- দাবি
- িআবির
4637. ‘ত’ বর্গীয় বর্ণের আগে কখনো – হয় না।
- ন
- ণ
- স
- শ
4638. ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই কার হবার কারণ কী?
- মাসের নাম বলে
- বছরের প্রথম মাস বলে
- বিদেশি শব্দ বলে
- স্বাভাবিক নিয়মের কারণে
4639. কোন বানানটি সঠিক?
- প্রধানত
- প্রধানতঃ
- পুনপুন
- পুনপুনঃ
4640. স্বভাবতই ‘মূর্ধন্য-ণ’ -এর ব্যবহার হয়েছে কোনটিতে?
- কারণ
- কান্ড
- বাণ/তৃণ
- রামায়ণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বানান - জেএসসি-বাংলা-2-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 464"