বানান – জেএসসি-বাংলা-2-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 463
4621. বিসর্গ (:) থাকবে না পদের কোথায়?
- প্রথমে
- শেষে
- মাঝখানে
- বিশেষ ক্ষেত্রে
4622. বিশেষবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে হবে –
- ই-কার
- ঈ-কার
- ও-কার
- উ-কার
4623. বাংলা ভাষার বানানেরও কী নিয়ম রয়েছে?
- বিশেষ কিছু
- সার্বিক
- পরিপূর্ণ
- যৎ সামান্য
4624. কোন প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার হবে-
- আন
- আনি
- িআনী
- আনো
4625. ভাষা ও জাতির নামের শেষে –
- ই-কার হবে
- ঈ-কার হবে
- ও-কার হবে
- এ-কার হবে
4626. বানানের নিয়ম সময় বদলে সঙ্গে সঙ্গে কী হয়?
- কিছুটা বদল হয়
- কছিুটা বর্জন করা হয়
- কিছুটা আধুনিক হয়
- কিছুটা পরিমার্জিত হয়
4627. কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে-
- ই-কার হবে
- ঈ-কার হবে
- ই-কার অথবা ঈ-কার হবে
- দুটোই হবে
4628. ‘বহুর মধ্যে এক’ বোঝাতে কোন বানানটি সঠিক?
- কনো
- কোন
- কোনো
- কুনো
4629. স্বভাবতই ‘মূর্ধন্য (ণ)’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
- বাণী
- মরণ
- ঘণ্টা
- ব্যাকরণ
4630. স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?
- বিশেষণ
- কণিকা
- কণ্টক
- গ্রহণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বানান - জেএসসি-বাংলা-2-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 463"