“১. রবীন্দ্রনাথ
ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন
—ব্রহ্মবান্ধব উপাধ্যায়
২. আধুনিক যুগের নাগরিক কবি বলা
হয়
— সমর সেনকে।
৩. বিহারীলাল
চক্রবর্তীকে ভোরের
পাখি উপাধি দেন
— রবীন্দ্রনাথ ঠাকুর
৪. কাজী নজরুল ইসলাম সম্পাদিত
পত্রিকা
— লাঙ্গল, ধূমকেতু, নবযুগ।
৫. ভাষা আন্দোলনের উপর রচিত ১ম
উপন্যাস
— আরেক ফাল্গুন (জহির রায়হান)
৬. সনেট এর উৎপত্তি কোন দেশে
— ইতালীতে
৭. অমিতাক্ষর ছন্দের সনেটের জনক
— মাইকেল মধুসূদন দত্ত
৮. অমিতাক্ষর ছন্দ
মানে কি বোঝায়?
—যেখানে ছন্দের মিল নেই।
৯. মেঘনাদবধ মহাকাব্যের
কাহিনী নেওয়া হয়েছে
— রামায়ন থেকে
১০. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য
রচিয়তা বড়ু
চন্ডীদাসের ডাক নাম
—অনন্ত “
0 responses on "বাংলা সাহিত্য"