বাংলা ভাষা ও সাহিত্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন
661. বক দেখানো’ বাগধারাটির অর্থ কি?
- কথায় পটু
- অশোভনভাবে বিদ্রুপ করা
- পড়ুয়া
- মতিচ্ছন্ন হওয়া
662. আফতাব’শব্দের সমার্থক কোনটি ?
- অর্ক
- জলধি
- রাতুল
- অর্নব
663. মিলনরাত্রি উপন্যাসটি কার লেখা?
- স্বর্ণকুমারী দেবী
- সোমেন চন্দ
- সৈয়দ শামসুল হক
- হরপ্রসাদ শাস্ত্রী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা ভাষা ও সাহিত্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 67"