বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 64
631. লালনশাহের আখড়া কোথায় অবস্থিত?
- সিলেট
- চট্টগ্রাম
- রাজশাহী
- কুষ্টিয়া
632. সানাউল হকের ‘বন্দর থেকে বন্দরে’ কোন ধরনের গ্রন্থ?
- আত্মজীবনীমূলক
- রম্য রচনা
- ভ্রমণকাহিনী
- উপন্যাস
633. কোনটি ব্যঙ্গ রচনা?
- বোধোদয়
- ব্রজবিলাস
- নীতিবোধ
- বেতাল পঞ্চবিংশতি
634. ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন্ ভাষায় রচিত?
- ইংরেজী
- রুশ
- ফরাসি
- তুর্কি
635. নিচের কোনটি ভ্রমনকাহিনী?
- রাশিয়ার চিঠি
- জাপানযাত্রী
- য়ুরোপ প্রবাসীর পত্র
- সবগুলো
636. অক্ষয়কুমার দত্তের জীবনকাল কোনটি?
- ১৮০৭-১৮৮৫
- ১৮২০-১৮৮৬
- ১৮০১-১৮৮০
- ১৮২০-১৮৮৯
637. বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
- সত্যেন্দ্রনাথ দত্ত
- আবদুল কাদির
- ফররুখ আহমদ
- তালিম হোসেন
638. সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কাব্য কোনটি?
- কুহু ও কেকা
- হসন্তিকা
- অভ্র ও আবীর
- সবগুলো
639. অমৃতলাল বসুর কোন প্রহসনে হিন্দু নিচু জাতির ইংরেজী শিক্ষার বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়েছে?
- কালাপানি
- বাবু
- নীলদর্পণ
- একাকার
640. মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
- আলমগীর কবির
- হুমায়ুন আহমেদ
- শেখ নিয়ামত আলী
- তারেক মাসুদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 64"