অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 61

601. বাক্যে অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোকে কি বলে?

  1. পদক্রম
  2. পদ সংযোজন
  3. পদ বিন্যাস
  4. পদ পরিবর্তন

602. আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি?

  1. জীবনানন্দ দাশ
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. অমিয় চক্রবর্তী
  4. বুদ্ধদেব বসু

603. অবাঞ্ছিত’ কার রচনা?

  1. আনোয়ার পাশা
  2. আকবর হোসেন
  3. আবু জাফর শামসুদ্দীন
  4. রাবেয়া খাতুন

604. কোন কাব্যটি দেবেন্দ্রনাথ সেন রচিত?

  1. নির্ঝরিণী
  2. শঙ্খ
  3. এষা
  4. ভুল

605. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাটিয়ালী ও মরফতী গান এখন ভাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি?

  1. শহুরে গানের প্রভাব
  2. রবীন্দ্র সঙ্গীতের প্রভাব
  3. নজরুল সঙ্গীতের প্রভাব
  4. বিদেশী গানের আবেদন

606. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-

  1. পত্রগর্ভ
  2. শিরোনাম
  3. সম্ভাষণ
  4. মূলবক্তব্য

607. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটির শিল্পী কে?

  1. মান্না দে
  2. মোহাম্মদ রফি
  3. ভুপেন হাজারিকা
  4. কিশোর কুমার

608. Scarctity-

  1. স্থূল
  2. প্রাচুর্য
  3. স্বল্পতা
  4. কর্কশ

609. কামিনী রায়ের জন্মস্থান কোথায়?

  1. সিলেট
  2. বাকেরগঞ্জ
  3. ফরিদপুর
  4. চাঁদপুর

610. নববাবু বিলাস’ কার রচনা?

  1. রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. উইলিয়াম কেরি
  4. ভবানীচরণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline