
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 56
551. ইস্কাপন’ কোন ভাষার শব্দ ?
- পর্তুগীজ
- তুর্কি
- বর্মি
- ওলন্দাজ
552. নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ ?
- কলেজ, লাইব্রেরী
- দপ্তর, দরখাস্ত
- আদমি, আমদানি
- জিন্দা, জানোয়ার
553. জয়স্তি’ কোন ভাষার শব্দ ?
- গুজরাটি
- ওলন্দাজ
- ফরাসি
- চীনা
554. গ্রাষ্মাতিকি তেকনি’ গ্রন্থটি কোন ভাষায় রচিত ?
- সংস্কৃত
- বাংলা
- ইংরেজী
- গ্রিক
555. উকিল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
- তুর্কি
- আরবি
- ফরাসি
- পর্তুগীজ
556. কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
- সপ্তম-অষ্টম শতকে
- অষ্টম-নবম শতকে
- নবম-দশম শতকে
- দশম-একাদশ শতকে
557. সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
- ঐতরেয় আরণ্যক
- রঘুবংশ কাব্য
- উপনিষদ
- ত্রিপিটক
558. বাংলা ভাষার উদ্ভব হয় —
- সপ্তম খ্রিস্টাব্দে
- সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
- খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
- খ্রিস্টীয় দ্বাদশ শতকে
559. ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
- ব্রাহ্মী ও খরোষ্ঠী
- ব্রাহ্মী ও দেবনাগরী
- ব্রাহ্ম ও কুটীল
- ব্রাহ্মী ও তিব্বতী
560. কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
- পাল আমলে
- সেন আমলে
- মৌর্য আমলে
- মুসলমান আমলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।