বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 5
41. কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ?
- সৌর
- চৈত
- দৈব
- শৈব
42. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রীকান্ত উপন্যাসের কয়টি খন্ড?
- 2
- 3
- 4
- 5
43. আব উপসর্গ কোন ধরনের –
- খাঁটি বাংলা
- বিদেশী
- তৎসম
- মিশ্র
44. কমলে কাহিনী কার নাটক?
- মাইকেল
- রবি ঠাকুর
- কায়কোবাদ
- দীনবন্ধু
45. Straw vote বলতে কী বুঝায়?
- Manipulated elections
- Unofficial poll of public opinion
- ‘Yes-no’ vote
- Poll based on random representation
46. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
- আয়না
- মোহিনী প্রেমপাস
- জগৎ মোহিনী
- বসন্ত কুমারি
47. কোন বিদেশীর নাট্যচর্চায় বাংলা নাটকের সুত্রপাত হয়?
- উইলিয়াম কেরী
- ম্যালজেড
- হেরাসিম লেবেকেফ
- ফস্টার
48. জাতির পতাকা আজ খাঁমচে ধরছে সেই পুরনো শকুন এটা কার উক্তি-
- রুদ্র মুহম্মদ শহীদুল্লহ
- শামসুর রহমান
- ফিক আজাদ
- হুমায়ূন আহমেদ
49. সুনীল গঙ্গোপাধ্যায় মারা যান কবে?
- ২৩শে সেপ্টেম্বর ২০১২
- ২৩শে আগস্ট ২০১২
- ২৩শে অক্টোবর ২০১২
- ২৩শে নভেম্বর ২০১২
50. প্রত্যক্ষ কোনো বস্তুর সাতে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়—
- উপমিত
- রূপক
- উপমান
- উপমেয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 5"