বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 46
451. যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা- কার কবিতার অংশ?
- শামসুর রাহমান
- নির্মলেন্দু গুন
- সুকান্ত ভট্টাচার্য
- কাজী নজরুল ইসলাম
452. মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।- উক্তির কবিতা ও কার রচনা?
- সুকান্ত ভট্টাচার্য
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- জীবনানন্দের দাস
- কামিনী রায়
453. আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি- কোন কবির রচনা?
- ভারতচন্দ্রের
- জীবনানন্দের দাস
- কামিনী রায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
454. হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে- এই উক্তিটি কার?
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দের দাস
- ভারতচন্দ্রের
- ফজলূল করিম
455. সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার”- এই উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য
- জীবনানন্দের দাস
- কামিনী রায়
456. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।- কোন কবির রচনা?
- সুকান্ত ভট্টাচার্য
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- জীবনানন্দের দাস
- সুফিয়া কামাল
457. সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়- কবিতাংশটি?
- আমি যদি হতাম, জীবনানন্দের দাস
- আত্মত্রান, রবীন্দ্রনাথ ঠাকুর
- বনলতা সেন, জীবনানন্দ দাশ
- সুখ, কামিনী রায়
458. জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।- কবিতাংশটির কবি কে?
- সুফিয়া কামাল
- সুকান্ত ভট্টাচার্য
- জীবনানন্দের দাস
- রবীন্দ্রনাথ ঠাকুর
459. ‘উচ্ছ্বাস’ শব্দটি কোন শব্দের অন্তর্গত?
- বিসর্গ সন্ধি
- স্বর সন্ধি
- ব্যঞ্জন সন্ধি
- নিপাতনে সন্ধি
460. হামিদুর রহমান ও মোস্তফা কামাল কোন বাহিনীতে ছিলেন-
- বাংলাদেশ রাইফেলস
- বাংলাদেশ বিমানবাহিনী
- বাংলাদেশ সেনা বাহিনী
- বাংলাদেশ নৌ বাহিনী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 46"