
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 44
431. বিমল মিত্রের ছদ্মনাম কি ?
- কাঙাল হরিনাথ
- ইন্দ্রকুমার সোম
- চিত্র গুপ্ত
- জাবালি
432. মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম কি ?
- বীরবল
- সেলিম আল দীন
- হাসন রেজা
- শহীদুল্লা কায়সার
433. সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কি ?
- অনুপমা দেবী
- ইন্দ্রকুমার সোম
- চিত্র গুপ্ত
- অনিলা দেবী
434. শম্ভু মিত্রের ছদ্মনাম কি ?
- প্রসাদ দত্ত
- শ্রী সঞ্জীব
- জাবালি
- ১+২
435. হরিনাথ মজুমদারের ছদ্মনাম কি ?
- মুসাফির
- সত্যপীর
- কাঙাল হরিনাথ
- প্রসাদ দত্ত
436. পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
- সংস্কৃত
- বাংলা
- বৈদিক
- ভারতীয়
437. পানিনি রচিত গ্রন্থের নাম কি?
- সংস্কৃত ভাষার উদ্ভব
- ব্যাকরণ অষ্টাধয়ী
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
- ভাষার ক্রমবিকাশ
438. ’চোরাবালি ‘ কাব্যগ্রন্থটি কার লেখা ?
- বিষ্ণু দে
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
439. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
- সংস্কৃত
- মৈথালী
- গৌরীয়
- বৈদিক
440. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
- এক হাজার বছর
- দুই হাজার বছর
- তিন হাজার বছর
- পাঁচ হাজার বছর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।