
বাংলা ভাষা ও সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 42
411. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
- অর্থতত্ত্বে
- ধ্বনিতত্ত্বে
- রূপতত্ত্বে
- বাক্যতত্ত্বে
412. নজরুলের বউ’য়ের নাম কি ছিল?
- আশালতা
- প্রমীলা দেবী
- দুলি
- উপরের সব গুলো
413. কোন জেলার প্রাচীন নাম পালংকি?
- কুমিল্লা
- কক্সবাজার
- চট্টগ্রাম
- ফেনি
414. মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি ?
- সুমিত্রা দেবী
- অনিলা দেবী
- কমলাকান্ত
- চিত্ত্রা গুপ্ত
415. অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ?
- অশোক সৈয়দ
- লীলাময় রায়
- অবধূত
- সুনন্দ
416. কালিকানন্দের ছদ্মনাম কি ?
- অবধূত
- বানভট্ট
- কালকূট
- মৌমাছি
417. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি ?
- জরাসন্ধ
- দৃষ্টিহীন
- কস্যচিত্ উপযুক্ত ভাইপো
- বানভট্ট
418. জসীম উদ্দীনের ছদ্মনাম কি ?
- জমীরউদ্দীন মোল্লা
- গাজী মিয়া
- জহির উদ্দিন মোল্লা
- হাসন রেজা
419. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
- পরশুরাম
- ভানুসিংহ
- ➫ মৌমাছি
- সুনন্দ
420. নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ?
- লীলাময় রায়
- টেকচাঁদ ঠাকুর
- বানভট্ট
- নীহারিকা দেবী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।