অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 41

401. সনেটের প্রতিটি চরণে কতটি
অক্ষর থাকে?

  1. ৬টি
  2. ৮টি
  3. ১২টি
  4. ১৪টি

402. উত্তম মধ্যম ‘বলতে কি বোঝায় ?

  1. প্রহার করা
  2. সম্মান করা
  3. আদর করা
  4. কোনটিও নয়

403. বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিককামিনি রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

  1. অশোক সঙ্গীত
  2. আলো ও ছায়া
  3. মাল্য ও নির্মাল্য
  4. কুসুমাঞ্জলী

404. ‎ঢাকা‬-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি?

  1. মণিপুরী
  2. ঝুমুর
  3. জারি
  4. গম্ভীরা

405. কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ‘খাঁটি বাঙালি কবি’হিসেবে অভিহিত করেছেন কে?

  1. মধুসূদন দত্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. অক্ষয় কুমার দত্ত
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

406. বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?

  1. এস এন বোস
  2. অক্ষয়কুমার দত্ত
  3. জগদীশ চন্দ্র বসু
  4. রামমোহন রায়

407. গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?

  1. বিঝু
  2. ওয়ানগালা
  3. সাংগ্রাই
  4. সান্দ্রে

408. বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

  1. সংবাদ প্রভাকর
  2. বঙ্গদর্শন
  3. সমাচার দর্পণ
  4. সবুজপত্র

409. খেয়া‬’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি-

  1. কাব্যগ্রন্থ
  2. নাটক
  3. গল্পগ্রন্থ
  4. প্রবন্ধগ্রন্থ

410. প্রবোধকুমার বন্দোপাধ্যায়ের ছদ্মনাম কি ?

  1. হাবু বন্দোপাধ্যয়
  2. মানিক বন্দোপাধ্যয়
  3. সুমিত্রা দেবী
  4. জরাসন্ধ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline