বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35
341. রূপসী বাংলার কবি –
- জসীমউদদীন
- জীবনানন্দ দাশ
- কালিদাস রায়
- সত্যেন্দ্রনাথ দত্ত
342. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
- কেশব চন্দ্র দে
- গিরিশচন্দ্র সেন
- মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
- মাওলানা আকরাম খাঁ
343. ‘আত্মহত্যার অধিকার’ কার লেখা?
- বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়
- তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
344. আমজনতা শব্দের আম উপসর্গটি কোন প্রকারের?
- খাঁটি বাংলা
- তৎসম
- আরবি
- হিন্দি
345. বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলা হয়?
- ৫ জন যোদ্ধাকে
- ৫ জন কবিকে
- ৫ জন নাট্যকারকে
- ৫ জন সমালোচককে
346. অবজ্ঞার ভাব প্রকাশ পায় কোন স্ত্রীবাচক শব্দটিতে?
- ডাক্তারনী
- গোয়ালিনী
- অভাগিনী
- গোপিনী
347. ‘পরিচয় কবে প্রকাশিত হয়?
- 1930
- 1931
- 1932
- 1933
348. ‘কপাল কুন্ডলা ‘ কোন প্রকৃতির রচনা?
- রোমান্সমূলক উপন্যাস
- ঐতিহাসিক উপন্যাস
- বিয়োগান্তক নাটক
- সামাজিক উপন্যাস
349. বাবা কোন ভাষা থেকে আগত শব্দ?
- তুর্কি
- ফারসি
- আরবি
- দেশী
350. পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
- টেবিল
- চেয়ার
- বালতি
- শরবত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 35"