অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 30

291. দাপ্তরিক’ কোন শব্দটি ইংরেজী ভাষা থেকে আগত?

  1. আইন
  2. দালিখ
  3. এজেন্ট
  4. মুচলেকা

292. উপসর্গ কোনটি?

  1. অতি
  2. থেকে
  3. চেয়ে
  4. দ্বারা

293. দারিদ্র’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?

  1. সাম্যবাদী
  2. বিষের বাশি
  3. সিন্ধু হিন্দোল
  4. নতুন চাঁদ

294. কোন শব্দটি ফারসি?

  1. মুসাফির
  2. তকদির
  3. পেরেশান
  4. মজলুম

295. তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা কে রচনা করেন?

  1. মুন্সী আব্দুল লতিফ
  2. কাজী আকরাম হোসেন
  3. গিরিশচন্দ্র সেন
  4. শেখ আব্দুল জব্বার

296. কোন নাটকটি সেলিম আল দীনের-

  1. মুনতাসীর ফ্যান্টাসী
  2. পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. কবর
  4. বহুব্রীহী

297. উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?

  1. নাটক
  2. কাব্য
  3. আন্তজৈবনিক উপন্যাস
  4. গীতি কবিতার সংকলন

298. কোন গ্রন্থটি মহাকাব্য?

  1. অবকাশ রঞ্জিনী
  2. বৃত্র সংহার
  3. বিরহ বিলাপ
  4. বীরঙ্গনা কাব্য

299. কোনটি দ্বীনবন্ধু মিত্রের রচনা?

  1. কমলে কামিনী
  2. চক্ষুদান
  3. বিধবা বিবাহ
  4. ভদ্রার্জুন

300. যেটি কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’- এখানে ‘হারায়’ কোন ধাতু?

  1. প্রযোজ্য ধাতু
  2. ভাববাচ্যের ধাতু
  3. সংযোগমূলক ধাতু
  4. প্রযোজক ধাতু বা কর্মবাচ্যের ধাতু

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline