
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25
241. সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?
- শিখা
- উত্তরণ
- সওগাত
- সমকাল
242. ‘বই কেনা’ সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থের অন্তর্গত?
- বিদেশ পত্র
- চাচা কাহিনী
- পঞ্চতন্ত্র
- শবনম
243. বঙ্গভাষা- সনেটটি কোন ছন্দে রচিত?
- স্বরবৃত্ত
- অক্ষরবৃত্ত
- মাত্রাবৃত্ত
- অমিত্রাক্ষর
244. বীরবলের হালখাতা- গ্রন্থটি কোন ধরনের রচনা?
- প্রবন্ধ
- কাব্য
- উপন্যাস
- নাটক
245. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে?
- হাসান আজিজুল হক
- কাজী নজরুল ইসলাম
- আহসান হাবীব
- সিকানদার আবু জাফর
246. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-
- আখতারুজ্জামান ইলিয়াস
- শওকত ওসমান
- হাসান আজিজুল হক
- জ্যোতিপ্রকাশ দত্ত
247. পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় সাহিত্য?
- কাব্যনাট্য
- কাব্যগ্রন্থ
- নাটক
- মুক্তিযুদ্ধের উপন্যাস
248. ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে?
- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
- চন্দ্রকুমার দে
- দীনেশচন্দ্র সেন
- উপেন্দ্রকিশোরব্রায় চৌধুরী
249. জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?
- কখনো আসেনি
- জীবন থেকে নেওয়া
- কাঁচের দেয়াল
- কোনটি নয়
250. পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র।উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ
- প্রমথ চৌধুরী
- রফিক আজাদ
- কামিনী রায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।