
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23
221. লেবু শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ফরাসি
- আরবি
- হিন্দি
- ফারসি
222. বক দেখানো’ বাগধারাটির অর্থ কি?
- কথায় পটু
- অশোভনভাবে বিদ্রুপ করা
- পড়ুয়া
- মতিচ্ছন্ন হওয়া
223. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- সুফিয়া কামাল
- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
- স্বর্ণকুমারী দেবী
224. বেহুলা গীতাভিনয় কে লিখেছেন?
- কবি নিজামী
- মীর মশাররফ হোসেন
- জসীমউদ্দীন
- কাজী নজরুল ইসলাম
225. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
- স্বরবৃত্ত
- মাত্রাবৃত্ত
- অক্ষরবৃত্ত
- পয়ার
226. বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
- তুর্কি
- আরবি
- তত্সম
- বাংলা
227. পাঞ্জাবী কোন ধরনের শব্দ?
- রূঢ়
- তৎসম
- যোগরূঢ়
- যৌগিক
228. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- দীনেশচন্দ্র সেনগুপ্ত
- সৈয়দ আলী আহসান
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
229. টপ্পা গনের জনক কে?
- দাশু রায়
- মুকুন্দ রাম চক্রবর্তী
- নিধু বাবু
- সৈয়দ হামজা
230. একের ‘সহিত’ অন্যের মিলনের মাধ্যমই হল সাহিত্যএটা কে বলেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- সৈয়দ মুজতবা আলী
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।