বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 19
181. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
- কল্যাণীয়েষু
- কষ্ট
- উপনিষৎ
- আষাঢ়
182. অনল-প্রবাহ’ রচনা করেন-
- মুনিরুজ্জামান ইসলামাবাদি
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
- মজাম্মেল হক
- এয়াকুব আলী চৌধুরী
183. ক্ষতির বিপরীত?
- ফায়দা
- অনুকুল
- সামান্য
- ব্যবসা
184. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
- যোগ্যতা
- সরলতা
- আকাঙ্ক্ষা
- আসত্তি
185. বিদ্যুৎ-এর সমার্থক শব্দ
- শম্পা
- মরুৎ
- ছটা
- ময়ূখ
186. হাসান হাফিজুর রহমান কাব্য
- সাত সাগরের মাঝি
- রত্নাবতী
- ঝরা পালক
- বিমুখ প্রান্তর
187. চর্যাপদ কোন ছন্দে লেখা?
- মাত্রাবৃত্ত
- অমিত্রাক্ষর
- অক্ষরবৃত্ত
- স্বরবৃত্ত
188. আফতাব’শব্দের সমার্থক কোনটি ?
- অর্ক
- জলধি
- রাতুল
- অর্নব
189. মিলনরাত্রি উপন্যাসটি কার লেখা?
- স্বর্ণকুমারী দেবী
- সোমেন চন্দ
- সৈয়দ শামসুল হক
- হরপ্রসাদ শাস্ত্রী
190. ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ গানটির সুরকার কে?
- সত্য সাহা
- সলিল চৌধুরী
- আলতাফ মাহমুদ
- মুকুন্দ দাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 19"