বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16
151. ভারতের তোতা পাখি বলা হত কোন কবি কে?
- মহাকবি ফেরদৌসি
- কবি আলাওল
- মালিক মোহাম্মদ জয়সী
- কবি আমির খসরু
152. আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস লিখেছেন কে?
- মুহাম্মদ মনসুর উদ্দীন
- এনামুল হক
- আবুল ফজল
- আব্দুল করিম সাহিত্য বিশারদ
153. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
- ওয়াকিল আহমদ
- হুমায়ূন আজাদ
- আহমদ রফিক
- আবদুল মতিন খান
154. নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গ কি অর্থ নির্দেশ করে?
- না
- পুরো
- কম
- যথেষ্ট
155. চর্যাপদে পদসংখ্যা কতটি?
- ৪৬ টি
- ৫১টি
- সাড়ে ৪৬টি
- ৪৮টি
156. আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?
- আত্দজীবনী
- ভ্রমণকাহিনী
- ছবির বই
- পত্রিকা
157. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
- সওগাত
- শিখা
- মোহাম্মদী
- সমকাল
158. অনীক’শব্দের অর্থ-
- সৈনিক
- সূর্য
- সমুদ্র
- যুদ্ধক্ষেএ
159. চর্যাপদের মহিলা কবির নাম কি?
- কাহ্নুপা
- কুক্কুরিপা
- ভুসুকপা
- লুইপা
160. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- মধুসূদন দত্ত
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলা-ভাষা-ও-সাহিত্য - বাংলা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 16"