অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14

131. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?

  1. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
  2. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
  3. বাউল বা মরমী গীতি
  4. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

132. আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত?

  1. কথাসাহিত্যিক
  2. কবি
  3. নাট্যকার
  4. দার্শনিক

133. যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে?

  1. অনুসুয়া
  2. অনসূয়া
  3. অনুশোয়া
  4. অনূসূয়া

134. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?

  1. অনিলাদেবী
  2. বীরবল
  3. ভিমরুল
  4. যাযাবর

135. পঞ্চত্ব প্রাপ্ত অর্থ কি?

  1. মারা যাওয়া
  2. রেগে যাওয়া
  3. ক্ষণস্থায়ী
  4. কদরহীন লোক

136. Transparency- শব্দের বাংলা পরিভাষা হল

  1. স্বচ্ছতা
  2. মুক্ততা
  3. ত্রুটিহীনতা
  4. সাবলীলতা

137. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?

  1. যশোরের কেশবপুর
  2. খুলনার দক্ষিণ ডিহি
  3. ছোটনাগপুর মালভূমি
  4. কুষ্টিয়ার শিলাইদহ

138. বটতলার পুঁথি বলতে বোঝায়_

  1. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  2. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসা
  3. বটতলা নামক স্থানে রচিত কাব্য
  4. দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য

139. নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন?

  1. সৈয়দ সুলতান
  2. মীর মশাররফ
  3. গোলাম মোস্তফা
  4. হোসেন হাজী মোহাম্মিল

140. পদ’ বলতে কি বোঝায়?

  1. কবিতার চরণ
  2. যে কোন শব্দ
  3. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
  4. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline