বাংলা ব্যাকরণ প্রস্তুতিঃ (প্রসঙ্গ-শব্দ)
===
সকল নিয়োগ পরীক্ষায় শব্দ নিয়ে প্রশ্ন আসে। অর্থাৎ কোনটা কোন ভাষার শব্দ! কতগুলো কঠিন কাজের মধ্যে এটি একটি। কারণ দেশী,আরবী,ফারসী,পর্তুগীজ, তুর্কি ইত্যাদি ভাষার শব্দগুলো মনে রাখা সত্যিই কঠিন। পরীক্ষায় একটা শব্দ দিল,বলা হল এটি কোন ভাষার শব্দ? ঐ শব্দটি আপনার পরিচিত, কিন্তু শতবার শিখার পর ও আপনি ভুলে গেলেন এটি কোন ভাষার শব্দ। যেখানেআপনার সব চেষ্টা ব্যর্থ হয়, সেখানেই আমি সত্যজিৎ চক্রবর্ত্তী আপনার দরজায় কলিং বেলে চাপ দিয়ে আপনাকে ডাকি কিছু কৌশল দিতে। প্রিলি,লিখিত ও ভাইবা কৌশল নিয়ে তাই আমি নিত্য হাজির হয় আপনাদের কাছে। আসুন আজ বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার সেই কৌশল শিখি।
:
চলুন এবার গীর্জার পাদ্রী আর বোবা কেরানীর একটা কাহিনী পড়ি- গীর্জার পাদ্রী, বোবা কেরানী এবং মিস্ত্রি কামড়ার জানালার ধারে বসে আয়ার সাথে আলাপ করে ও আচাড় তৈরি করে। এসময় এক ইংরেজ এসে পিস্তল ঠেকিয়ে তাদের বেধে গুদামের চাবি কেড়ে নিয়ে আলমিরা ভেঙ্গে গামলা ও বালতি ভরে আনারস,পেপে,পেয়ারা, তামাক নিয়ে যায়। এদিকে সঙ্গীতা পুজার তোয়ালে নিয়ে সুপ্তিকে আলপিন দিয়ে খোঁচা দিলে তার চোখে নোনা জল এসে যায়।
:
মজার এই কাহিনীতে আপনি অনেকগুলো পর্তুগিজ শব্দ শিখে গেছেন। এইবার দেখুন কী কী পর্তুগিজ শব্দ শিখলেন – গীর্জা, পাদ্রী, বোবা, কেরানী, মিস্ত্রি, কামড়া, জানালা, আয়া, আলাপ, আচাড়, ইংরেজ, পিস্তল, তোয়ালে, গুদাম, চাবি, আলমিরা, গামলা, বালতি, আনারস,পেপে,পেয়ারা, তামাক, আলপিন খোঁচা, নোনা ।
:
এবার নিচের এক লাইনের গল্পটি পড়ুন -বিথী ফিরিঙ্গিদের রেস্তোরা ও ক্যাফেতে বিস্কুট না পেয়ে তার পরিবর্তে কার্তুজ এবং কূপন নিয়ে গেল।
এই ১লাইনের কাহিনীতে বেশ কিছু ফরাসী শব্দ আছে। সেগুলো হল – ফিরিঙ্গি, রেস্তোরা, ক্যাফে, বিস্কুট,কার্তুজ এবং কূপন।
:
এবার একটা উপদেশ বাণী পড়ুন- নামায রোজা পালন না করলে চোখে চশমা লাগিয়ে বাদশাহর মত ঘুরলে গুনাহ হয়। যেসব নাস্তিক পয়গম্বরের কথা শুনে না, ফেরেশতা এবং খোদাকে বিশ্বাস করে না, তারা বেহেশতের পরিবর্তে দোযখে যায়।
:
এই উপদেশে কয়েকটি ফারসি শব্দ আছে। উপদেশ থেকে যদি বিসিএস এর প্রশ্ন হয় তাহলেই তো উপদেশই ভালো। আসুন ফারসী শব্দগুলো চিনে নিই – নামায, রোজা, চশমা, বাদশাহ,, গুনাহ, নাস্তিক, পয়গম্বর, ফেরেশতা, খোদা, বেহেশত, দোযখ।
:
এবার আরেকটি উপদেশ পড়ুন- আস্তিকরা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে। তারা গোসল ও অজু করে কোরান হাদীস তেলোয়াত করে বলেই তারা জাহান্নামকে ভয় পায় ও জান্নাতবাসী হতে চায়। হারামকে ঘৃনা করে হালাল পথে তারা কোরবানী দেয়।
:
এই উপদেশ পড়ে কি বুঝেছেন সেটা জানিনা,তবে উপদেশটি মনে রাখতে পারলে কয়েকটি আরবী শব্দ শিখা হয়ে যাবে। জেনে নিন উপরের শব্দের আরবী শব্দগুলো – আল্লাহ, নবী,গোসল, অজু, কোরান, হাদীস, জাহান্নাম, জান্নাত,হারাম, হালাল, কোরবানী।
0 responses on "বাংলা ব্যাকরণ প্রস্তুতিঃ (প্রসঙ্গ-শব্দ)"