“বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক” এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন – 185
1841. কোন আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায়?
- চলতি
- সঞ্চয়ী
- স্থায়ী
- বিশেষ
1842. কোনটি বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত?
- প্রতিরক্ষা
- শিক্ষা
- স্বাস্থ্য
- কৃষি
1843. মামলা মোকদ্দমার জন্য কোনটি প্রদান করতে হয়?
- উকিল ফি
- কোর্ট ফি
- রেজিষ্ট্রেশন
- বিচারপতির ফি
1844. বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কী?
- হুন্ডি বাট্টা করা
- সঞ্চয় বৃদ্ধি করা
- অর্থ স্থানান্তর করা
- ঋণদান করা
1845. কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
- ব্যাংক
- বিমা
- সরকার
- যুব মন্ত্রণালয়
1846. কোন ব্যাংক দেশের অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে?
- বাণিজ্যিক ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
- শিল্প ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
1847. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা কোনটির কাজ?
- বাংলাদেশ ব্যাংকের
- বাণিজ্যিক ব্যাংকের
- বিশেষায়িত ব্যাংকের
- ঋণদানকারী সংস্থার
1848. মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখার দায়িত্ব কোনটির ওপর ন্যস্ত?
- সরকারের
- কেন্দ্রীয় ব্যাংকের
- বাণিজ্যিক ব্যাংকের
- ব্যবসায়ীদের
1849. কোন আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে?
- চলতি
- সঞ্চয়ী
- স্থায়ী
- বিশেষ
1850. বর্তমানে বহুল আলোচিত এমন একটি ব্যাংক বাংলাদেশে রয়েছে যেটি পল্লির ভূমিহীন পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।অনুচ্ছেদে কোন ব্যাংকের কথা বলা হয়েছে?
- বাণিজ্যিক ব্যাংক
- কৃষি ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- সমবায় ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এস.এস.সি ইসলাম ধর্ম
এস.এস.সি বাংলা ১ম পত্র
এস.এস.সি ব্যবসায় উদ্যোগ
0 responses on ""বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা ও ব্যাংক" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন - 185"