
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি
✍ বাংলাদেশ – ভারত সীমান্ত চুক্তি বিল পাস হয়ঃ ➟ ৬ মে ২০১৫ (রাজ্যসভায়) ➟ ৭ মে ২০১৫ (লোকসভায়)
✍ ভুল শুধরে আবার পাশ হয় ১১মে ২০১৫। ১০০তম সংশোধনী ছিল কিন্তু ১১৯তম হবে।
✍ বাংলাদেশের মন্ত্রিসভায় বাংলাদেশ ➟ ভারত সীমান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত হয় ➟ ২৫ মে ২০১৫
✍ স্থল সীমান্ত চুক্তি ➟ ১৯৭৪ ও ২০১১ সালের প্রটোকল অনুমোদনের দলিল বিনিময় হয় ৬জুন, ২০১৫।
✍ আনুষ্ঠানিকভাবে কার্যকর ➟ ৩১ জুলাই ২০১৫।
✍ বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ➟ ১৬ মে ১৯৭৪।
✍ বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিট মহলের আয়তন ➟ ১৭,১৫৮ একর।
✍ ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিট মহলের আয়তন ➟ ৭,১১০ একর।
✍ ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্য আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মানচিত্র থেকে ছিটমহল নামের শব্দটি উঠে যায়।
✍ অচিহ্নিত সীমানা ৬.৫ কি.মি।
✍ সীমান্তের মধ্যে চিহ্নিত সীমান্ত ৪.৫ কি.মি।
✍ অচিহ্নিত রয়ে গেছে বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরের শুধু ২কি.মি সীমানা।
✍ অপদখলীয় জমি ৫০৪৪.৭২ একর।
✍ বাংলাদেশ পায় ৬টি স্থানে ২২৬৭. ৬৮২ একর।
✍ ভারত পায় ১২টি স্থানে ২৭৭৭.০৩৮ একর।
✍ মুজিব- ইন্দিরা চুক্তি (স্থল সীমান্ত চুক্তি) স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪।
✍ বাংলাদেশে সংসদে পাশ হয় ২৩ নভেম্বর ১৯৭৪। (সংবিধানের ৩য় সংশোধনী)
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“