বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 9
81. বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকার কোথায় অবস্থিত?
- কল্যানপুর
- বনানী
- .দারুসসালাম
- মতিঝিল
82. তুর্কমেনিস্তানের রাজধানীর নাম কি ?
- লুবজানা
- আশখাবাদ
- হেলসিংকি
- সারায়েভো
83. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
- ট্রপিক অব ক্যাপ্রিকন
- আর্কটিক সার্কেল
- ট্রপিক অব ক্যানসার
- ইকুয়েটর
84. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?
- চট্টগ্রাম
- কক্সবাজার সমুদ্র সৈকতে
- সিলেটের পাহাড়ে
- কুয়াকাটার সমুদ্র সৈকতে
85. অপরাজেয় বাংলা এর স্থপতি –
- আজিজুল জলিল পাশা
- শামীম সিকদার
- সৈয়দ আব্দুল্লাহ খালেদ
- শ্যামল চৌধুরী
86. বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ঈস্বরদী
- দিনাজপুর
- জয়পুরহাট
- রংপুর
87. কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে?
- ৭মার্চ
- ২৫মার্চ
- ১ডিসেম্বর
- ১৬ডিসেম্বর
88. বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে?
- 4
- 5
- 6
- 7
89. ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত?
- পিরোজপুর জেলা
- ঝালকাঠি জেলা
- ভোলা জেলা
- খুলনা জেলা
90. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
- ১২২ একর
- ১৮৫ একর
- ২১৫ একর
- ৩২০ একর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 9"