বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 6
51. সংসদে কাস্টিং ভোট কাকে বলা হয় ?
- প্রেসিডেন্ট এর ভোট
- স্পীকার এর ভোট
- প্রধানমন্ত্রীর ভোট
- চীফ হুইফের ভোট
52. চেতনা- ৭১ কোথায় অবস্থিত?
- পোস্টাল একাডেমি রাজশাহী
- কুষ্টিয়া পুলিশ লাইন
- জয়দেবপুর গাজীপুর
- কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ
53. হাজংদের অধিবাস কোথায় ?
- রংপুর ও দিনাজপুর
- কক্সবাজার ও রামু
- সিলেট ও মণিপুর
- ময়মনসিংহ ও নেত্রকোনা
54. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
- বুড়িগঙ্গা
- শীতলক্ষ্যা
- ধরলা
- বংশী
55. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি ?
- 28
- 29
- 30
- 32
56. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়?
- 1992
- 2000
- 2001
- 2003
57. নিঝুম দ্বীপের আয়তন কত ?
- ৮০ বর্গমাইল
- ৮২ বর্গমাইল
- ৮৫ বর্গমাইল
- ৩৫.১৩৫ বর্গমাইল
58. কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়?
- বিনিময় ব্যাংক
- তালিকাভুক্ত ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
59. বাণিজ্যিক ভিত্তিতে কোন নদী থেকে মাছের রেণু পোনা সরবরাহ করা হয়?
- হালদা
- করতোয়া
- কপোতাক্ষ
- তিস্তা
60. বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
- চট্টগ্রাম – কক্সবাজার
- ঢাকা – ফেনী
- আলিকদম – থানচি
- বরিশাল – ঢাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 6"