
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 20
191. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
- 1953
- 1966
- 1921
- 1956
192. ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
- জুম্মা খান
- রাজা ত্রিদিব রায়
- জান বকস খাঁ
- রাজা ত্রিভুবন চাকমা
193. দেশের ১ম সৃজনশীল আদর্শ শহরের নাম
- বরিশাল
- যশোর
- খুলনা
- ঢাকা
194. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?
- প্রথম সোমবার
- দ্বিতীয় সোমবার
- তৃতীয় সোমবার
- চতুর্থ সোমবার
195. বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- চট্টগ্রাম
- খুলনা
- ঢাকা
- বাগেরহাট
196. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়?
- সাতক্ষীরা
- নোয়াখালী
- চট্টগ্রাম
- কক্সবাজার
197. ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় কত নং সংশোধনীর মাধ্যমে?
- 9
- 10
- 8
- 12
198. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
- অষ্টম
- নবম
- একাদশ
- দ্বাদশ
199. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল কোন অঞ্চলে অবস্থিত?
- ত্রিপুরা
- কুচবিহার
- মেঘালয়
- মিজোরাম
200. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল?
- 1526
- 1556
- 1757
- 1761
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।