বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16
151. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
- মনিপুর
- ত্রিপুরা
- মিজোরাম
- মেঘালয়
152. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা –
- জাবরী ভ্যালি
- মারিস্যা ভ্যালি
- ভেঙ্গী ভ্যালি
- খাগড়া ভ্যালি
153. বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত?
- বাশিতপ
- বিএইএস
- ব্যানইনএকশন
- ব্যানবেইস
154. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক –
- আইনস্টাইন
- হেস
- হাবল
- টলেমী
155. ব্রিটিশ শাসন বহির্ভূত কোন দেশ কমনওয়েলথের সদস্য?
- জিম্বাবুয়ে
- মোজাম্বিক
- ক্ষিণ আফ্রিকা
- কেনিয়া
156. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চীফ অব স্টাফের দায়িত্ব পালন করেন?
- গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
- জেনারেল ওসমানী
- লে. কর্ণেল এম এ রব
- এদের কেউ নন
157. শাক্যমুনি বৌদ্ধবিহার কোথায়?
- পাহারপুর নওগাঁ
- মিরপুর ঢাকা
- ময়নামতি কুমিল্লা
- সীতাকুণ্ড চট্টগ্রাম
158. উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি?
- মজিদ খান শিক্ষা কমিশন
- কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
- হান্টার শিক্ষা কমিশন
- মফিজ শিক্ষা কমিশন
159. কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
- রংপুর
- ফরিদপুর
- যশোর
- রাজশাহী
160. বাংলাদেশের কোথায় প্রথম অর্গানিক চা চাষ শুরু হয়?
- মৌলভীবাজার
- পঞ্চগড়
- সিলেট
- চট্টগ্রাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 16"