বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14

অণুজীব

 

বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14

131. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ যুদ্ধবন্দী হয় কোন যুদ্ধে-

  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. ইরাক যুদ্ধ
  3. সিরিয়া লেবানন
  4. বাংলাদেশ পাকিস্তান

132. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-

  1. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
  2. নেপাল ও ভুটানপশ্চিমবঙ্গ
  3. মেঘালয় ও আসামপশ্চিমবঙ্গ ও আসাম

133. বাংলাদেশে কোন ব্যাংক প্রথম রেডিক্যাশ চালু করে?

  1. ডাচ বাংলা ব্যাংক
  2. ইসলামী ব্যাংক
  3. বাংলাদেশ ব্যাংক
  4. জনতা ব্যাংক

134. ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় কতসালে?

  1. 1912
  2. 1812
  3. 1857
  4. 1947

135. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –

  1. শায়েস্তা খাঁ
  2. নওয়াব সলিমুল্লাহ
  3. মির্জা আহমেদ জান
  4. মির্জা গোলাম পীর

136. ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধে‍্য নিরুপিত সীমারেখা —

  1. ম‍্যানারহাম রেখা
  2. র‍্যাডক্লিফ রেখা
  3. ম‍্যাকমোহন রেখা
  4. ডুরাল্ড রেখা

137. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত হয়েছেন কত জন?

  1. ৭ জন
  2. ২৬ জন
  3. ৩২৬ জন
  4. ৪২৬ জন

138. বাংলাদেশে বার-ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে –

  1. আওরঙ্গজেবের আমলে
  2. নবাব আলীবর্দী খানের আমলে
  3. শেরশাহের আমলে
  4. আকবরের আমলে

139. বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কোনটি?

  1. সাঙ্গ
  2. কুলিখ
  3. নাফ
  4. মাতামহুরী

140. ২৫ বছর মেয়াদী বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি হয় কত সালে?

  1. 1999
  2. 1972
  3. 1974
  4. 1996

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline