৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ তথ্য
——–
১.’বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক’ সুপ্রিম কোর্ট এই রায় প্রকাশ করে
–২১ জুন ২০০৯ সালে।
২।পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয় কবে?
1969 5 dec
৩।২৬ মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে থেকে?
–1980
৪। বঙ্গবন্ধু কত সালে গণপরিষদের অধিবেশন আহ্বান করেন ?
– ১০ এপ্রিল ১৯৭২। গণপরিষদের মোট আসন ছিল ৪০৩টি। এই অধিবেশনেই ড. কামাল কে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা । যার একমাত্র মহিলা সদস্য রাজিয়া খাতুন।
৫।মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণা পত্র পাঠ করেন?
— অধ্যাপক ইউসুফ আলী।
৬।মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
–মাহবুবউদ্দিনআহমেদ (বীর বিক্রম)
৭।জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
— ১৮ এপ্রিল, ১৯৭১।
৮।বাংদেশে প্রথম কোন দেশে পোশাক রপ্তানি করে ?
– ফ্রান্সে (বর্তমানে যুক্তরাষ্ট্রে বেশি। রপ্তানিতে ২য় । প্রথম চীন )
৯। বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি ?
– জাগো হুয়া সাভেরা (পদ্মা নদীর মাঝি )
১০। বাংলাদেশের সর্ববৃহত্ প্রকল্প / স্থাপনা কোনটি ?
– মাতারবাড়ির কয়লাভিত্তিক প্রকল্প। যেখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুত উত্পন্ন হবো।
১১ । সম্প্রতি বাংলাদেশের কোন জিনিস টি বিশ্ব ঐতিহ্য এর অন্তর্ভূক্ত হয়েছে?
– বাংলাদেশী মসলিন
১২। বাংলাদেশের েএকমাত্র পানি বিদ্যুত কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্র যেটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় তার উত্পাদন ক্ষমতা কত ?
২৩০ মেগাওয়াট
১৩ । বাংলাদেশের সাইবার সিটি কোনটি ?
– সিলেট
১৪। বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় ?
– নরসিংদিতে
১৫।বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুত কেন্দ্র কোথায়
– কক্সবাজারের কুতুবদিয়ায়
১৬। সুন্দরবনের অন্য নাম
– বাদাবন ( ৫টি জেলায় > টেকনিক > সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু(সাতক্ষিরা, খুলনা, বাঘের হাট, বরগুনা,পটুয়াখালি)
১৭। বাংলাদেশের েএকমাত্র কুমির প্রজনন খামার
– ময়মনসিংহে।
১৮। লোকে বলে বলে রে , সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, গানগুলোর গীতিকার কে?
– মরমী হাসন রাজা
১৮। চরদখল , হত্যাযজ্ঞ, মাছধরা কার বিখ্যাত চিত্র ?
– এসএম সুলতানের ( শিশু স্বর্গ, চারুপীট তার শিশু চিত্রাংকন প্রশিক্ষণ কেন্দ্র যেটি নড়াইলে অবস্থিত ।
১৯। শেরে বাংলার জন্ম দিন
– ২৬ অক্টোবর , ১৮৭৩।
২০। বাংলাদেশের মোট কাগুজে নোট কয়টি ?
-৯টি। ৭টি ব্যাংক নোট । ২টি(২,৫টাকার ) সরকারী)
২১। পোশাক শিল্প থেকে রপ্তানি আর্ন কত?
-৮১.১%( তৈরি পোশাক> ৪১.১% ও নীটওয়ার ৩৯.৯%)
২২। মোট রপ্তানি আয়ে ইপিজেডের অবদান
– ১৮%
২৩ । বর্তমানে শিক্ষার হার
–৬২.৩%
২৪। বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ কত?
-১৬৯ মিলিয়ন মার্কিন ডলার
২৫।বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কয়টি ?
– ৩টি( খুলনা, চট্টগ্রাম , নারায়ন গঞ্জ সবচেয়ে বড় > খুলনা ডক ইয়ার্ড)
২৬. বাংলাদেশে নৌ থানার সংখ্যা কতটি ?
=৪ টি
২৭.বাংলাদেশে রেলওয়ে থানার সংখ্যা কতটি ?
=২১ টি
.
বাংলাদেশের প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি(নিকার NICAR )
—-
১. ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?“?
= ১৮২৯ সালে(কিন্তু ঢাকা পৌরসভা ১৮৬৪সালে/.
“)১৯৮৩ সালে ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজী বানান Dacca কে পরিবর্তণ করে Dhaka করা হয় যাতে বাংলা উচ্চারণের সাথে ইংরেজী বানান আরও সামঞ্জস্যতাপূর্ণ হয়।
২. চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১৮২৯ সালে( এদেশের প্রথম জেলা )
৩. রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১৮২৯ সালে
৪. খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১ অক্টোবর ১৯৬০ সালে
—
.
স্বাধীনতার আগে এই চারটি বিভাগ ই ছিল । এবং জেলা/মহকুমা ছিলো ১৯টি। পরে ১৯টি জেলা থেকে মুক্তিযুদ্ধের সাব সেক্টরের ভিত্তিতে ৬৪টি জেলা করা হয় ।
.
৫. বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?= ১ জানুয়ারী ১৯৯৩ সালে
.
৬. সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১ আগস্ট ১৯৯৫ সালে
.
৭. রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ২৫ জানুয়ারি ২০১০ সালে
.
৮. ময়মনসিংহ প্রতিষ্ঠিত হয় কবে===২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর(পাস হয়)(চার জেলা , শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ)
———-
প্রস্তাবিত বিভাগ
১. কুমিল্লা
২ . ফরিদপুর
——
প্রস্তাবিত জেলা
—
১. ভৈরব
২. পীরগঞ্জ(রংপুর)