📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা

সম্ভাবনাময় প্রশ্নঃ বাংলাদেশ বিষয়াবলী

প্রসঙ্গঃবাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
:
এই টপিক থেকে কিছু প্রশ্ন আসতে পারে। সংশ্লিষ্ট তথ্য, উপাত্ত, উদ্ধৃতি সহ নিচে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা করা হল। এই অংশটি এমনভাবে সাজালাম যেন প্রিলি,লিখিত ও ভাইবাতে সমানভাবে কাজে লাগে। আপনি বর্তমান সরকারের সময়ে পরীক্ষা দিবেন আর বঙ্গবন্ধু সম্পর্কে জানবেন না, তাহলে তো হয় না।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। যেখানে তিনি বজ্রকন্ঠে বলে উঠেন “”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।””
:
১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকান্ড শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই স্বাধীনতার ঘোষনা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ২৫ মার্চ রাত ১২টার পরপরই বঙ্গবন্ধু টিএন্ডটি ও এপি আর এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপুর্ন স্থানসমূহে স্বাধীনতার ঘোষনা পৌঁছে দেন। এই ঘোষণাটি ছিল ইংরেজীতে যার বাংলা অনুবাদ নিম্নরুপঃ
“”পাকিস্তানী সেনাবাহিনী অতর্কিতে পিলখানায় ইপিআর ঘাটি আর রাজারবাগ পুলিশলাইনে আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমুহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের যোদ্ধারা বীরত্বের সাথে মাতৃভুমি মুক্ত করতে শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ দেশকে স্বাধীন করার জন্য শেষ ররক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। কোন আপস নেই। জয় আমাদের হবেই। আল্লাহ আমাদের মঙ্গল কর জয় বাংলা। “”
চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা জহুর আহমেদ চৌধুরীকে বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীনতার ঘোষণাটি সে রাতেই পৌঁছে চট্টগ্রামের ওয়ারলেস বিভাগ। তিনি এবং তৎকালীন আওয়ামীলীগ নেতা এম এ হান্নান ঘোষণাটির বাংলা অনুবাদ করে প্রচার করেন।
২৬মার্চ দুপুর প্রায় ২টা ৩০মিনিটে জনাম এম এ হান্নান চট্টগ্রাম বেতার কেন্দ্র (আগ্রাবাদ) থেকে সসর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন।
১৯৭১ সালের ২৭ মার্চ সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
:
তাঁর পাঠ করা ঘোষণাটি নিম্নরুপঃ
“”The Government of the sovereign state of BD, on behalf of our Great Leader, the Supreme Commander of Bangladesh Sheikh Mujibur Rahman, we hereby proclaim the independence of BD and that the govt headed by Sheikh Mujibur Rahman has already been formed. It is further proclaim that Sheikh Mujibur Rahman is the soke leader of elected representatives of seventy five million people of Bangladesh…””
:
১৯৭১ সালে ঢাকায় নিয়োজিত পাকিস্তানী সামরিক বাহিনীর জনসংযোগ অফিসার কর্ণেল সিদ্দিক সালিক এর মতে – “”Soon after darkness fell on March 25(1971), the voice of Sheikh Mujibur Rahman came faintly through on a wavelength close to the official Pakistan Radio. In what must have been,and sounded like, a pre -recorded message. Sheikh Mujibur Rahman proclaimed East Pakistan to the Peoples Republic of Bangladesh. He called on Bengal to go underground to recognise and to attack the invaders.
____________________­____
এ নোটের মাধ্যমে মূলত আপনাদের কিছু তথ্য দেয়ার চেষ্টা করেছি। যেগুলো পরীক্ষায় মার্কস বাড়াতে সাহায্য করবে। খুব কমন কথা যেগুলো সবাই জানে সেগুলো লিখে অযথা লেখাটা বড় করিনি। পরীক্ষায় আপনি নিজের ভাষায় লিখে এই তথ্যগুলো সহ আরো কিছু তথ্য যোগ করতে পারেন। পরের নোটে আরো তথ্য দিব।
:
তথ্যসুত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, New York Times (16th January 1972, Col. Siddique Salik-weness to surrender

   
   

0 responses on "বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved