বাংলাদেশের-সামাজিক-পরিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 198
বাংলাদেশের সামাজিক পরিবর্তন | 1971. কিসের মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা, যন্ত্রশিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়?
- অর্থায়নের
- আধুনিকায়নের
- নগরায়ণের
- শিল্পায়নের
1972. মেয়েদের আর্থসামাজিক উন্নয়নে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি অধিক গুরুত্বপূর্ণ?
- নগরায়ণ
- প্রযুক্তিবিদ্যা
- শিক্ষা
- শিল্পায়ন
1973. শহরাঞ্চলে বস্তি সৃষ্টির কারণ কোনটি?
- ভূমিকম্প
- বন্যা
- নদী ভাঙন
- জলোচ্ছ্বাস
1974. চন্দন নগর একসময় নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থীর অর্ধেকেরও কম ছিল। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বিদ্যালয় উপস্থিতি, পরীক্ষায় কৃতিত্ব ও অন্যান্য ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা অনেক এগিয়ে।চন্দন নগরে নারীশিক্ষার পরিবর্তনের কারণ –
- পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি
- সরকারি-বেসরকারি পদক্ষেপ
- প্রযুক্তির উন্নয়ন
A,B
1975. চন্দন নগরে নারীশিক্ষার পশ্চাৎপদতার কারণ –
- অজ্ঞতা ও অশিক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের অপ্রতুলতা
- আর্থ-সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
A,B
1976. কোনো ব্যক্তি যদি এসিড দ্বারা কারো দৃষ্টিশক্তি নষ্ট করে তাহলে উক্ত ব্যক্তি দন্ডিত হবেন –
- যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে
- অনধিক চৌদ্দ বছর কারাদন্ডে
- অনুর্ধ্ব এক লক্ষ টাকার অর্থদন্ডে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "বাংলাদেশের সামাজিক পরিবর্তন"